ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের দল ঘোষণা ব্রাজিলের

প্রকাশিত: ১৮:৫৩, ১৫ মে ২০১৮

বিশ্বকাপের দল ঘোষণা ব্রাজিলের

অনলাইন ডেস্ক ॥ আর মাত্র কয়েক দিন পর রাশিয়া বিশকাপ।শুরু হয়ে গেছে ফুটবল উত্তেজনাও। তাই বিশ্বকাপ আসরকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করলেন ব্রাজিল কোচ তিতে। ২৩ সদস্যের এই দলে আগে থেকেই ১৫ জনের নাম নিশ্চিত করলেও সোমবার ২৩ সদস্যের দল চূড়ান্ত করলেন ব্রাজিল কোচ। ২৩ সদস্যের এই দলের ৪ জন ছাড়া বাকি সবাই খেলেন ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে। ইনজুরিতে পড়া নেইমার ফিরছেন বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচের আগেই। দলের আক্রমনভাগে যোগ হয়েছেন টাইসন, আর দানি আলভেসের জায়গায় ফ্যাগনার। ২০১৬ সালের জুনে দলের দায়িত্ব নেয়ার পর থেকে খেটেই চলছেন তিতে। বাছাই পর্বে ১৮ ম্যাচের একটি ম্যাচও না হারা এই দলকে তাই রাশিয়া বিশ্বকাপে ফেভারিট ধরা হচ্ছে। আর তাই রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে আক্রমণভাগ, মাঝমাঠ ও রক্ষণভাগের খেলোয়াড় নির্বাচনে ঘাম ঝরিয়েছিলেন তিতে। রাশিয়া বিশ্বকাপে ১৭ জুন ব্রাজিলের প্রথম ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে। আর সেই লক্ষ্যেই ১১ জুন রাশিয়ার উদ্দেশ্যে রওনা করবে ফুটবলের অন্যতম শক্তিধর এই দলটি। ব্রাজিলের বিশ্বকাপ দল: গোলকিপার: আলিসন (রোমা), এডারসন (ম্যানচেষ্টার সিটি), কেসিও (করিন্থিয়ানস)। ডিফেন্ডার: দানিলো (ম্যানচেষ্টার সিটি), ফাগনার (করিন্থিয়ানস), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ফিলিপে লুইস (অ্যাটলেটিকো মাদ্রিদ), থিয়াগো সিলভা (পিএসজি), মার্কুইনহস (পিএসজি), মিরান্ডা (ইন্টার মিলান), পেদ্রো জেরোমেল (গ্রেমিও)। মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফার্নানদিনহো (ম্যান সিটি), পাউলিনিহো (বার্সা), ফ্রেড (শাখতার), রেনা
×