ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডেসটিনির কেন অবসায়ন হবে না, জানতে চেয়েছেন হাইকোর্ট

প্রকাশিত: ০১:৪৬, ১৫ মে ২০১৮

ডেসটিনির কেন অবসায়ন হবে না, জানতে চেয়েছেন হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ ডেসটিনি-২০০০ লিমিটেডের অবসায়ন বা গোটানোর নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমতি চেয়ে করা এক আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৫ মে) বিচারপতি মো. রেজাউল হাসানের একক বেঞ্চ এ আদেশ দেন। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানে বিলম্ব মার্জনা ও বাকি সাধারণ সভা অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন করেন উচ্চ আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পাওয়া ডেসটিনির কর্মকর্তা সাবেক সেনা প্রধান হারুন অর রশিদ।আদালতে আবেদনের পক্ষে ছিলেন এ বি এম সিদ্দিকুর রহমান খান, জয়েন্ট স্টকের পক্ষে ছিলেন এ কে এম বদরুদ্দোজা, আর আবেদন কারীর পক্ষে ছিলেন মাইনুল ইসলাম।
×