ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দোকানের সামনে থেকে সরতে বলায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০১:৫২, ১৫ মে ২০১৮

দোকানের সামনে থেকে সরতে বলায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর শাহবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কসমেটিক্স ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নুরুন নবী মোস্তফা (৩০)। অাঘাতের পর পালিয়ে যাওয়ার সময় ওই হামলাকারীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ১৫ মে, মঙ্গলবার এ ঘটনা ঘটে। শাহবাগ মোড়ে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট শিহাব মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি নিজেই ওই হামলাকারীকে ধাওয়া করে ধরেছেন। শিহাব আরও জানান, শাহবাগ বারডেম ফুট ওভার ব্রিজের ওপরে গলা কেটে হত্যা করা কসমেটিক্স ব্যবসায়ী নুরুন নবী মোস্তফার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায়। হামলাকারী ব্যক্তি একজন পেশাদার ছিনতাইকারী বলে জানা গেছে। তার নাম খায়রুল আনাম (৩৫)। প্রত্যক্ষদর্শী একজন জানান, মোস্তাফা সকালে দোকান খোলার পরে ওই নেশাগ্রস্ত ব্যক্তিকে দোকানের সামনে ঘোরাফরা করতে দেখে তাকে সেখান থেকে সরে যেতে বলেন। সরতে বলায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি ছুরি দিয়ে মোস্তফার গলায় আঘাত করেন। অাঘাতের সঙ্গে সঙ্গেই মারা যান মোস্তফা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসঅাই বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
×