ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনা শুল্কে কৃষি যন্ত্রপাতি আমদানির সুযোগ চায় এফবিসিসিআই

প্রকাশিত: ০২:০৭, ১৫ মে ২০১৮

বিনা শুল্কে কৃষি যন্ত্রপাতি আমদানির সুযোগ চায় এফবিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ কৃষি খাতের উন্নয়নে বিনা শূল্কে কৃষি যন্ত্রপাতি আমদানির সুযোগ চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)। একই সাথে কৃষি খাতে গবেষণা বাড়ানো ও কৃষি পণ্যের রফতানি বহুমূখীকরণের উপরও জোর দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১৫ মে) সকালে মতিঝিলের চেম্বার ভবনে ‘অর্থনৈতিক সুবিধা অর্জনে কৃষিপণ্যের বহুমূখী ব্যবহার এবং আন্তর্জাতিক মানের ভ্যালু এডিশন’ শীর্ষক সেমিনারে এসব কথা উঠে আসে। বাংলাদেশ এগ্রো-বেসড প্রোডাক্ট প্রডিউসার এন্ড মার্চেন্টস এসোসিয়েশন (বিএপিএমএ) এ সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব শুভাশীষ বসু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। বিএপিএমএ’র সভাপতি মো: রুহুল আমিনের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: খুরশীদ আলম। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব শুভাশীষ বসু বলেন, বাংলাদেশের কৃষিপণ্যের ভান্ডারকে রফতানি আয়ের অন্যতম উৎসে পরিণত করা প্রয়োজন। তবে কৃষিপণ্য রফতানির ক্ষেত্রে উৎপাদন ও এর প্যাকেজিং প্রক্রিয়ায় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। তিনি বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের মাঝে সচেতনতা আগের চেয়ে অনেক বেড়েছে। দেশীয় অর্থ বাঁচাতে শুধু রফতানি নয় বরং আমদানির বিকল্প পণ্য উৎপাদনের দিকেও গুরুত্ব দিতে হবে।
×