ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নাইটরা জেতায় অনেকটাই বদলে গেল প্লেঅফ পরিস্থিতি

প্রকাশিত: ০০:০৭, ১৬ মে ২০১৮

নাইটরা জেতায় অনেকটাই বদলে গেল প্লেঅফ পরিস্থিতি

অনলাইন ডেস্ক ॥ ইডেনে নাইটদের ছয় উইকেটে জয়ের ফলে বেশ খানিকটা পরিবর্তন ঘটেছে পয়েন্ট টেবিলে। পরিবর্তন ঘটেছে দলগুলির প্লেঅফ ভাগ্যেও। এক নজরে দেখে নেওয়া যাক মঙ্গলবারের এই ম্যাচের পর প্লে অফের লড়াইয়ে কে কোথায় দাঁড়িয়ে। এই মুহূর্তে প্লেঅফের লড়াইয়ে আছে পাঁচটি দল, নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, কিঙ্গস ইলেভেন পঞ্জাব, মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। নাইট রাইডার্স যদি শেষ ম্যাচ জেতে, তবে নিশ্চিত ভাবেই প্লেঅফে খেলবে। যদি শেষ ম্যাচ কলকাতা হারে এবং মুম্বাই, ব্যাঙ্গালুরু তাদের বাকি দু’টি ম্যাচ জেতে, তা হলে নাইটরা ছিটকে যেতে পারে কারণ এই মুহূর্তে দুই দলেরই নেট রান রেট নাইটদের চেয়ে ভাল। পরবর্তী দু’টি ম্যাচের দু’টিতেই জিতলে নিশ্চিত ভাবেই প্লেঅফে যাচ্ছে পঞ্জাব। তবে একটা ম্যাচ জিতলেও ১৪ পয়েন্ট নিয়ে গেইলদের সামান্য আশা থাকবে। তবে তাদের নেট রান রেট (-০.৫১৮) খুবই খারাপ। রাজস্থান যদি তাদের শেষ ম্যাচ জেতে তা হলে তাদেরও কিছু আশা থাকবে। সে ক্ষেত্রে ব্যাঙ্গালুরুকে বড় ব্যবধানে হারাতে হবে এবং মুম্বাইয়ের শেষ দুই ম্যাচের ফলের দিকে নজর দিতে হবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×