ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন ক্লিয়ারিং কোম্পানি গঠনে দুই স্টক একচেঞ্জের সম্মতি

প্রকাশিত: ০১:২২, ১৬ মে ২০১৮

নতুন ক্লিয়ারিং কোম্পানি গঠনে দুই স্টক একচেঞ্জের সম্মতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক একচেঞ্জ একসঙ্গে ক্লিয়ারিং কোম্পানি বাংলাদেশ গঠনের সম্মত হয়েছে। বুধবার স্টক একচেঞ্জ দুইটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। দুই স্টক একচেঞ্জের যৌথসভায় আগামী ১ সপ্তাহের মধ্যে সেন্টার কাউন্টার পার্টি বাংলাদেশ নামের কোম্পানি গঠন করা হবে। এই কোম্পানিতে ৪৫ শতাংশ মালিকানা ডিএসই, ২০ শতাংশ শেয়ার সিএসই, ১৫ শতাংশ ব্যাংক, ১০ শতাংশ সেন্টাল ডিপোজিটরি বাংলাদেশ এবং ১০ শতাংশ শেয়ার কৌশলগত বিনিয়োগকারী হাতে থাকবে। দুই স্টক একচেঞ্জের পরিচালনা পর্ষদের সম্মতিতে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। ডিএসইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর আবুল হাশেম, পরিচালনা মাজেদুর রহমান, মিনহাজ মান্নান ইমন, সিএসইর পরিচালক ছায়েদুর রহমান এবং সিএসই ঢাকা অফিসের ইনচার্জ গোলাম ফারুক এই বৈঠকে এই কোম্পানি গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। এই সময়ে সিএসইর চেয়ারম্যান ড. আবুল মোমেন ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্যদের সেন্টার কাউন্টার পার্টিতে ২০ শতাংশ শেয়ার সংরক্ষণের জন্য অভিনন্দন জানান। একইসঙ্গে চীনা কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির জন্য ডিএসইকে অভিনন্দন জানানো হয়েছে।
×