ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

প্রকাশিত: ০১:৫৫, ১৬ মে ২০১৮

দিনাজপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ছেলের লাঠির আঘাতে নিহত হলেন বাবা। পুলিশ ঘাতক পুলিশ কনষ্টেবল ছেলে সোহেল রানাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে। দিনাজপুর কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের পূর্ব শিবরামপুর গ্রামের খতিবউদ্দিন (৬০) মঙ্গলবার দুপুরে তার মানসিকভাবে অসুস্থ্য ছেলে পুলিশ কনষ্টেবল সোহেল রানার লাঠির আঘাতে গুরুতর আহত হন। পরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা যায়, নীলফামারী সদর থানায় কর্মরত পুলিশ কনষ্টেবল সোহেল রানা ১ বছর আগে ঢাকায় বদলি হলেও মানসিক অসুস্থতার কারণে সেখানে যোগদান না করে দিনাজপুরে থাকতেন। কয়েকদিন আগে চিকিৎসার জন্য বাবা-মা তাকে ঢাকায় নিয়ে যান। সেখান থেকে ফিরে মঙ্গলবার দুপুরে বাবার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে বাবার ঘাড়ে উপর্যুপরি আঘাত করলে গুরুতর আহত হন খতিবউদ্দিন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত খতিবউদ্দিনের স্ত্রী রাশেদা বেগম বাদী হয়ে ছেলে সোহেল রানার বিরুদ্ধে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। বুধবার পুলিশ বাড়ী থেকে ঘাতক ছেলে সোহেল রানাকে গ্রেফতার করে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
×