ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুয়াকাটা সৈকতে মধু মাসে বন্ধু মেলা

প্রকাশিত: ০২:০৬, ১৬ মে ২০১৮

কুয়াকাটা সৈকতে মধু মাসে বন্ধু মেলা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কুয়াকাটা সৈকতে অনুষ্ঠিত হয়েছে মধু মাসে বন্ধু মেলা। আম, কাঠাল, লিচু, তাল, তরমুজ, পেপে, পেয়ারা, ডউয়া, কাজুবাদাম, খেজুর, কলা, জামরুল, ডাবসহ মধুমাসে জৈষ্ঠের হরেক রকম দেশীয় ফলের সমাহারে মধু মাসের বন্ধু মেলা অনুষ্ঠিত হয়। সৈকতের অস্থায়ী নৌকা মঞ্চে এসব মধুমাসের প্রদর্শন করা হয়। কুয়াকাটা ট্যুরিস্ট সেন্টারের আয়োজনে মঙ্গলবার শেষ বিকেল থেকে গভীর রাত অবধি গান, গল্প আর আড্ডায় অংশ নেয় দেশের বিভিন্ন স্থান থেকে আসা অর্ধশতাধিক পর্যটক বন্ধু। জানা গেছে, অনুষ্ঠানের শুরুতেই সকলকে ফ্রেন্ডশিপ ব্যাচ পড়ানো হয়। পরে কলাপাতায় মৌসুমি ফল একে অপরকে ভাগাভাগি করে এক সঙ্গে বসে খাওয়ানো হয়েছে। রাতে বসে বাউল গানের আসর। মধু মাসে বন্ধু মেলা অংশ নেয়া দেশের বিভিন্ন স্থান থেকে আসা অনেকে একে অপরের সঙ্গে মিলিতি হওয়ার সুযোগ পেয়েছে। কুয়াকাটা ইলিশ পার্কের ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার জানান, গত বছরে বন্ধু মেলা ছোট পরিসরে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আমন্ত্রনে এ বছর দেশের বিভিন্ন স্থান থেকে অনেক বন্ধুরা এসেছেন। এর ধারাবাহিকতা বজায় রাখা হবে।
×