ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেসিসিতে জামানত হারালেন ৩ মেয়র প্রার্থী

প্রকাশিত: ০২:০৮, ১৬ মে ২০১৮

কেসিসিতে জামানত হারালেন ৩ মেয়র প্রার্থী

জনকণ্ঠ রিপোর্ট ॥ খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়া তিন প্রার্থী জামানত হারিয়েছেন। এরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মুজ্জাম্মিল হক (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক (লাঙল) ও সিপিবি’র প্রার্থী মো. মিজানুর রহমান বাবু (কাস্তে)। নির্বাচনে ৪ লাখ ৯৩ হাজার ৯৩ ভোটের মধ্যে ৩ লাখ ৬ হাজার ৬শ’ ৩৬টি ভোট পড়ে। এর মধ্যে বৈধ ভোট ছিল ৩ লাখ ৭১টি। বাকি ৬ হাজার ৫শ’ ৬৫টি ভোট বাতিল হয়। ১ লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট পেয়ে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা-২০১০ এর ৪৪ বিধির ৩ উপবিধি অনুযায়ী ভোটগ্রহণ বা ভোট গণনা শেষ হওয়ার পর যদি দেখা যায় কোনও প্রার্থী প্রদত্ত ভোটের ৮ শতাংশ ভোট পেতে ব্যর্থ হয়েছেন, তাহলে তার জামানত সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে। সেই হিসেবে মেয়র প্রার্থীদের জামানত টিকিয়ে রাখতে ২৪ হাজারের বেশি ভোট পেতে হবে। কিন্তু ৩ প্রার্থীর কেউই এ পরিমাণ ভোট পাননি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুজ্জাম্মিল হক (হাতপাখা) পেয়েছেন ১৪ হাজার ৩৬৩ ভোট, জাতীয় পার্টির এস এম শফিকুর রহমান মুশফিক (লাঙল)পেয়েছেন ১ হাজার ৭২ ভোট ও সিপিবি’র মো. মিজানুর রহমান বাবু (কাস্তে) পেয়েছেন ৫৩৪ ভোট।
×