ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্ব একাদশে খেলছেন না সাকিব

প্রকাশিত: ০২:১১, ১৬ মে ২০১৮

বিশ্ব একাদশে খেলছেন না সাকিব

অনলাইন ডেস্ক ॥ ব্যক্তিগত কারণ দেখিয়ে লর্ডসে বিশ্ব একাদশের হয়ে চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। তবে সাকিব না খেললেও বাংলাদেশের প্রতিনিধি হয়ে থাকছেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে ম্যাচটি হবে ৩১ মে। গত বছর হারিকেন আরমা ও মারিয়ায় ক্যারিবিয়ান অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, ডমিনিকার উইন্ডসর পার্কসহ মোট ৫টি স্টেডিয়ামকে সাহায্য করা হবে এই ম্যাচ থেকে পাওয়া অর্থে। বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ড অধিনায়ক ওয়েন মর্গ্যান। তামিম ছাড়াও পাকিস্তানের শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, আফগানিস্তানের রশিদ খানের মতো তারকারা থাকছেন দলে। বিশ্ব একাদশে যোগ করা হয়েছে নেপালি লেগ স্পিনার সন্দ্বীপ লামিছানেকে। ১৭ বছর বয়সী এই বোলার এরই মধ্যে প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে খেলেছেন আইপিএলে। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৬ উইকেট নেন লামিছানে। ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে খেলার কথা স্যামুয়েল বদ্রি, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস গেইল, এভিন লুইস, মারলন স্যামুয়েলস এবং আন্দ্রে রাসেলের মত ক্রিকেটারও।
×