ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের লেনদেন আজ

প্রকাশিত: ০৩:৪৯, ১৭ মে ২০১৮

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের লেনদেন আজ

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের লেনদেন আজ বৃহস্পতিবার শুরু হবে। ওইদিন দুই স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে INTRACO। আর কোম্পানি কোড হবে ১৫৩২০। এর আগে গত ১০ মে কোম্পানিটির লটারিতে বরাদ্দ প্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। গত ১৭ এপ্রিল কোম্পানিটি লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন করেছে। গত ১৮ মার্চ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ করা হয়। তার আগে গত ১৬ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার রমজানে ডিএসইর লেনদেন শুরু ১০টায় পবিত্র রমজান মাস উপলক্ষে নতুন সময়সূচী অনুযায়ী লেনদেন চলবে উভয় স্টক এক্সচেঞ্জে। রমজানের প্রথম দিন থেকে এই সময়সূচী অনুযায়ী লেনদেন হবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, রমজানে ডিএসইতে লেনদেন সকাল ১০টায় শুরু হবে, চলবে দুপুর ২টা পর্যন্ত। আর ডিএসইর অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। রমজান মাস এবং ঈদ-উল-ফিতরের ছুটির পর আবার এখনকার সময়সূচী অনুযায়ী লেনদেন ও অফিস চলবে। -অর্থনৈতিক রিপোর্টার
×