ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খুলনায় কাউন্সিলর পদেও আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ

প্রকাশিত: ০৬:৩৯, ১৭ মে ২০১৮

খুলনায় কাউন্সিলর পদেও আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ সদ্য সমাপ্ত খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ৩১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ১৩ জন, বিএনপি মনোনীত প্রার্থী ১১ এবং স্বতন্ত্র প্রার্থী ৭ জন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ডের ৬টিতে আওয়ামী লীগ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচিতরা হলেন-১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা শেখ আব্দুর রাজ্জাক, ২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও বিএনপি প্রার্থী মোঃ সাইফুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগের মোঃ আদুস সালাম, ৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও বিএনপি নেতা মোঃ কবির হোসেন কবু মোল্যা, ৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ আলী, ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও বিএনপির শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির মোঃ সুলতান মাহমুদ পিন্টু, ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির মোঃ ডালিম হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এমডি মাহফুজুর রহমান লিটন, ১০ নম্বর ওয়ার্ডে যুবলীগ নেতা কাজী তালাত হোসেন, ১১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মুন্সী আব্দুল ওদুদ, ১২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা মোঃ মুনিরুজ্জামান, ১৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগের এসএম খুরশিদ আহমেদ টোনা, ১৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের শেখ মোসারাফ হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগের মোঃ আমিনুল ইসলাম মুন্না, ১৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আনিছুর রহমান বিশ্বাস, ১৭ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান হাফিজ, ১৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও বিএনপির মোঃ হাফিজুর রহমান মনি, ১৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও বিএনপির আশফাকুর রহমান কাকন, ২০ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও বিএনপি প্রার্থী শেখ মোঃ গাউসুল আজম, ২১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগের প্রার্থী মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, ২২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী কাজী আবুল কালাম আজাদ বিকু, ২৩ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী বর্তমান কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, ২৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও বিএনপির মোঃ শমসের আলী মিন্টু, ২৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগ প্রার্থী মোঃ আলী আকবর টিপু, ২৬ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী বর্তমান কাউন্সিলর মোঃ গোলাম মওলা শানু , ২৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী জেড এ মাহমুদ ডন, ২৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী আজমল আহমেদ তপন, ২৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী ফকির মোঃ সাইফুল ইসলাম এবং ৩০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী এসএম মোজাফ্ফর রশিদী রেজা। ৩১ নং ওয়ার্ডের ২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় কাউন্সিল প্রার্থী ঘোষণা হয়নি। সংরক্ষিত ওয়ার্ডে আওয়ামী লীগ ৬, স্বতন্ত্র ৪ এ দিকে কেসিসি নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ৬ জন এবং স্বতন্ত্র ২ প্রার্থী জন। নির্বাচিত কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর স্বতন্ত্র প্রার্থী মনিরা আক্তার, ২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের সাহিদা বেগম, ৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর স্বতন্ত্র প্রার্থী রহিমা আক্তার হেনা, ৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগের পারভীন আক্তার, ৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মেমরি সুফিয়া রহমান শুনু, ৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী শেখ আমেনা হালিম বেবী, ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগের মাহমুদা বেগম এবং ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কনিকা সাহা। এ ছাড়া সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে এবং ১০নং ওয়ার্ডেও ২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় ফল পেন্ডিং রয়েছে।
×