ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চীনে সুজন মাহবুবের আলোর নাচন

প্রকাশিত: ০৭:০০, ১৭ মে ২০১৮

চীনে সুজন মাহবুবের আলোর নাচন

চীনের হেনান প্রদেশে অনুষ্ঠিতব্য ‘রোড এ্যান্ড বেল্ট’ হেনান আর্ট ফেস্টিভ্যাল-২০১৮ নাটোৎসবে অংশগ্রহণের উদ্দেশে ঢাকা ছাড়ছে লোক নাট্যদল। লিয়াকত আলী লাকীর গ্রন্থনা-নির্দেশনা এবং অভিনয় সমৃদ্ধ নাটক সোনাই মাধব সেখানে মঞ্চায়িত হবে আগামী ১৭ এবং ১৮ মে। ময়মনসিংহ গীতিকার আশ্রয়ী নাটক সোনাই মাধব, সোনাই আর মাধবের পরিচয়-মিলন, প্রেম-বিরহকে উপজীব্য করে। দেওয়ান ভাবনার অনাকাক্সিক্ষত প্রবেশ দুটি কোমল হৃদয়কে ক্ষতবিক্ষত করে করুণ পরিণতির দিকে নিয়ে চলে। এই নাটকে আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণের কাজটি করেছে শিল্পী সুজন মাহাবুব। আলোকের উপস্থাপনায় হ্যাজাকের ব্যবহার আমাদের আঙ্গিনায় বসে নাটক-যাত্রা মঞ্চায়নকে তুলে ধরে। আলোকে বহুমাত্রিক বর্ণিল প্রয়োগ কাহিনীর প্রণয়-বিরহ-সামাজিক উৎসবকে স্বতন্ত্রতা পাইয়ে দেয়। আলো আঁধারির খেলায় খোলা মঞ্চে ভাসমান নৌকা প্রদর্শিত হয়। বিষপানে সোনাইয়ের আত্মাহুতিতে নীল রঙের ব্যবহার যা একাধারে সোনাই, মাধব, দেওয়ান ভাবনা হয়ে সকল দর্শকের উপর বর্ষিত হয় যা নাটকের মূল করুণ রস সকলকে জারিত করে। নাটকে আলোকের প্রয়োগের পাশাপাশি চীনের নিজস্ব সংস্কৃতি জানা ও জেনে সমৃদ্ধ হওয়া সুজন মাহাবুবের একান্ত লক্ষ্য। আজ ১২ তারিখ রাত ১২টায় লিয়াকত আলী লাকীর নেতৃত্বে লোক নাট্যদলের ১৪ জন নাট্যকর্মী চীনের উদ্দেশে রওনা দেবে। নাট্যকর্মীরা হলেন, লিয়াকত আলী লাকী, ইয়াসমিন আলী, স্বদেশ রঞ্জন, লিটন, আজিজুর রহমান, মোমিন, রাফি, রূপসা, সুচীত্রা, মেহেঘ, শিশির, সোহান, নিতী, টুকু ও সুজন মাহাবুব।
×