ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উন্নয়নশীল পুঁজিবাজার তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০০:৩৪, ১৭ মে ২০১৮

উন্নয়নশীল পুঁজিবাজার তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ॥ অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ অগামী বাজেটে দীর্ঘমেয়াদি বিনিয়োগ উৎস হিসেবে উন্নয়নশীল পুঁজিবাজার তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের উৎস হিসেবে তৈরি করতে নীতি সহায়তাও থাকবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বহুদিন আমরা অন্যদের অধীনে থাকার কারণে আমাদের স্টক এক্সচেঞ্জ মুক্ত ছিলনা। ১৯৮৮ সালের পর আমাদের স্টক এক্সচেঞ্জের মূল কার্যক্রম শুরু হয়। তখন থেকে আমাদের উন্নয়নের ধারাবাহিকতা শুরু হয়। দীর্ঘমেয়াদি উন্নয়ন ধরে রাখতে বিভিন্ন ধরনের প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। এ বিষয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চুমিও ফাং বলেন, দীর্ঘমেয়াদি বিনিয়োগ চাহিদা পূরণে আর্থিক খাতের সংস্কার প্রয়োজন। রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, এ ধরনের কর্মশালার আয়োজন করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপকে ধন্যবাদ জানান। প্রবৃদ্ধির ধারাবাহিকতার ফলে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে। দীর্ঘমেয়াদি দেশী-বিদেশী বিনিয়োগে জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন। দীর্ঘ মেয়াদে বিনিয়োগের জন্য কর প্রণোদনার প্রয়োজন আছে বলেও মনে করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের গবর্নরের ফজলে কবির বলেন, উন্নয়নশীল দেশে পরিণত হলে বাংলাদেশ ২০২৪ সালের পর থেকে অনেক সুবিধা থেকে বঞ্চিত হবে। সেজন্য আমাদের হাতে সময় অনেক কম। এই সময়কে যথাযথভাবে কাজে লাগানো দরকার। দীর্ঘমেয়াদি উন্নয়ন বজায় রাখতে বন্ড মার্কেটের উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত আছে বাংলাদেশ ব্যাংক বলেও জানান তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ ব্যাংকের গবর্নর মো. ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান বাংলাদেশ, নেপাল ও ভুটানের ওয়ার্ল্ড ব্যাংক কান্ট্রি ডিরেক্টও চুমিও ফাং সহ আরও অনেকে।
×