ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আঙ্গুর খেয়ে একই পরিবারের ৫জন হাসপাতালে

প্রকাশিত: ০৩:০৩, ১৭ মে ২০১৮

আঙ্গুর খেয়ে একই পরিবারের ৫জন হাসপাতালে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের চিরিরবন্দরে আঙ্গুর ফল খেয়ে একই পরিবারের শিশুসহ ৫ জন অসুস্থ্য হয়ে পড়ে। তাদের দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রতিবেশী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হযরতপুর ফলিমারীডাঙ্গা গ্রামের দুবাই প্রবাসী আবু সায়েমের বাড়ীতে তার শাশুড়ী ফিরোজা বেগম কিছু আঙ্গুরসহ খাদ্য সামগ্রী নিয়ে বেড়াতে আসেন। তার আনা আঙ্গুর খেয়ে পরিবারের সদস্য পিতা আব্দুস সালাম (৭০), মাতা হাসিনা বানু (৫০) স্ত্রী সালেহা খাতুন (৩৫) শারমিন আকতার (২০) ও শিশু নয়ন বাবু (৪) অসুস্থ্য হয়ে পড়ে। অসুস্থ্য সালেহা খাতুন জানান, আঙ্গুর খাওয়ার পর প্রথমে মাথা ঘোরে বমি শুরু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজমল হক জানান, আঙ্গুর ফলগুলি জীবানুযুক্ত থাকায় সেগুলি খাওয়ার পর সকলের পেটের সমস্য দেখা দিয়েছে।
×