ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি একটি লিমিটেড দল : শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০৩:৫৭, ১৭ মে ২০১৮

বিএনপি একটি লিমিটেড দল : শিল্পমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আজকে তারা (বিএনপি) নির্বাচনের কথা বলে। নির্বাচন নিয়ে বিএনপি বহু খেলা খেলেছে। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর নির্বাচনের নাম হয়েছিল— ‘এক হোন্ডা, দুই গুণ্ডা, দুই স্টেনগান’। পোলিং বুথে কোনও ভোটার থাকতো না। ব্যালট বাক্স হাইজ্যাক করে নির্বাচন করতো। তারাই আজ নির্বাচন নিয়ে সততার কথা বলে। বৃহস্পতিবার (১৭ মে) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। শিল্পমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের স্মৃতি কম হলেও এত কম নয় যে, তাদের দুষ্কর্মগুলো ভুলে যেতে সক্ষম হয়েছে?’ আমির হোসেন আমু বলেন, ‘‘শেখ হাসিনার ওপরে আল্লার রহমত ছিল, আছে এবং থাকবে। এতে এ জাতির অভ্যুদয় ঘটেছে। বঙ্গবন্ধু বলতেন— ‘এদেশের মত ধর্মপরায়ণ মানুষ পৃথিবীতে আর নাই।’ আমরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে এর সত্যতা পেয়েছি। দেশের মানুষ ধর্ম পালন করে বলেই বঙ্গবন্ধু তাবলিগ জামাতকে জায়গা দিয়েছেন। আল্লাহর রহমত আছে বলেই শেখ হাসিনাকে বারবার হত্যাচেষ্টা করেও পারে নাই। শেখ হাসিনা ছিলেন বলেই দেশের সুখ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। দেশকে আকাশচুম্বী উন্নয়নের পথে নিয়ে গেছেন। যারা দেশের অর্জনকে খাটো করে, তারা দেশ প্রেমিক নয়. দেশদ্রোহী।’ তিনি বলেন, ‘১৯৮১ সালে এক চরম মুহূর্তে শেখ হাসিনা দেশে এসেছিলেন। আসার পর বিপদসঙ্কুল পথ। প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা ধরা, প্রায় প্রতিটি মুহূর্তেই তার মৃত্যু ঘটছে। আর দলের ভেতরে ষড়যন্ত্র। এ সময়ে তিনি ভারসাম্য রক্ষা করে প্রমাণ করেছেন, তিনি অকুতোভয়ী সৈনিক হিসেবে তার পিতার স্বপ্ন বাস্তবায়ন করেছেন।’ উপদেষ্টা পরিষদের আরেক সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘স্যাটেলাইট থাকা বিশ্বের ৫৭টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। নিউক্লিয়ার অ্যাগ্রিমেন্টেও আমরা রয়েছি। বিশ্বের অন্যতম হাইয়েস্ট গ্রোয়িং ইকোনমির দেশ এখন বাংলাদেশ। এটা বৈশ্বিকভাবে প্রমাণিত। সেদিন আর দূরে নয়, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে উন্নত ও সমৃদ্ধ দেশ।’
×