ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভরন পোষন না পেয়েবৃদ্ধ পিতার আত্মহত্যা

প্রকাশিত: ০৪:৩০, ১৭ মে ২০১৮

ভরন পোষন না পেয়েবৃদ্ধ পিতার আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সন্তানরা ভরন পোষন দিতে অপরাগতা প্রকাশ করায় অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে তিন সন্তানের জনক দ্বীগবিজয় হালদার (৭০)। পুলিশ হতভাগ্য বৃদ্ধর লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে মর্গে প্রেরন করেছেন। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইসাগুড়ি বাকাই গ্রামে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক দ্বীগবিজয় হালদার ও তার স্ত্রীকে ভরন পোষনে দুই পুত্র অপরাগতা প্রকাশ করে। তারা তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে আলাদা হয়ে যায়। ফলে বৃদ্ধ বয়সে কাজ করতে না পেরে দীর্ঘদিন মানবেতর জীবন যাপন করে অবশেষে দুই পুত্রের ওপর অভিমান করে বুধবার রাতে সবার অজান্তে বিষপান করে আত্মহত্যা করেন দ্বীগবিজয় হালদার।
×