ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এখন জামা-জুতার মধ্যে ফ্যাশন আটকে নেই। তবে পোশাক-আশাকের সঙ্গে মানানসই ব্যাগ না থাকলে সব সাজই মাটি হয়ে যায়। বিয়ে-শাদির দিন হোক বা পার্টি মানানসই ব্যাগ আরও বাড়িয়ে তুলবে আপনার সৌন্দর্য। তাই এবার বিষয় শুধুই ব্যাগ। বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে বাজারে সকলের প্রয়োজন

ফ্যাশন স্টাইলিশ ব্যাগে

প্রকাশিত: ০৮:৪৬, ১৮ মে ২০১৮

ফ্যাশন স্টাইলিশ ব্যাগে

টোটি ব্যাগ বাজারে এখন টোটি ব্যাগের বেশি চাহিদা। আকৃতিতে একটু বড় এই ব্যাগের হাতাটা একটু ছোট হয়ে থাকে। আর সেই হাতলের ফাঁক গলিয়ে হাতে প্রবেশ করানোটাই এখন জনপ্রিয় ফ্যাশন। বিশ্বের অনেক দেশেই এই ব্যাগ খুব জনপ্রিয়। টোটি ব্যাগ সাধারণত কাপড় বা চামড়ার হয়ে থাকে। তবে এখন নানা সিনথেটিক সামগ্রী দিয়েও তৈরি হচ্ছে থাকে নানা ধরনের টোটি ব্যাগ। ট্র্যাডিশনাল কামিজের সঙ্গে টোটি ব্যাগ সবচেয়ে মানানসই। তবে জিন্স, ফতুয়া, টিশার্ট এসবের সঙ্গেও টোটি ব্যাগ চলে বেশ। ব্যাকপ্যাক স্কুল বা কলেজের ছেলেমেয়েদের কাঁধে বইভর্তি এই ব্যাকপ্যাকের দেখা পাওয়া যায়। সেই সঙ্গে অনেকে বেড়াতে গেলেও এ ধরনের ব্যাগ ব্যবহার করে থাকেন। এ ধরনের ব্যাগের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি আঁটসাট হয়ে শরীরের সঙ্গে ঝুলে থাকে। ইদানীং অনেক স্টাইলিশ ধরনের ব্যাকপ্যাক বাজারে এসেছে। পাশ্চাত্যের কায়দায় এসব ব্যাকপ্যাকে একসঙ্গে প্রয়োজনীয় সবকিছু নেয়া সম্ভব। মেসেঞ্জার ব্যাগ হালের আরও একটি জনপ্রিয় আর স্টাইলিশ ব্যাগ হলো মেসেঞ্জার ব্যাগ। কাঁধের এক পাশ দিয়ে ঝোলানো এ ব্যাগ এখন হিপহপ স্টাইলের সনদপ্রাপ্ত। আর তাই জনপ্রিয়তাও তুঙ্গে। কিন্তু চামড়ার তৈরি বেশ কিছু মেসেঞ্জার ব্যাগ পাওয়া যায় যেগুলো পুরোদস্তুর ফরমাল। আর তাই ফরমাল পোশাক-আশাকের সঙ্গেও মানিয়ে যাবে মেসেঞ্জার ব্যাগ। পার্স পার্স না হলে যেন মেয়েদের চলেই না। কিন্তু এই পার্সের সংজ্ঞা কিন্তু একেক সময় একেক রকম। অর্থাৎ আকৃতিগত পার্থক্য খুব বেশি হওয়ায় অনেক সময় ছোট টোটি ব্যাগও কিন্তু পার্স গোত্রাধীন হয়ে থাকে। আবার ভাঁজ করে পকেটে রাখা যায় এমন ব্যাগও কিন্তু পার্স। পার্স হতে পারে পার্টি কিংবা ক্যাজুয়াল সবধরনের। একটু বয়সী যারা তারা এ ধরনের ব্যাগ ব্যবহার করে থাকে বেশি। শাড়ি বা গর্জিয়াস কামিজের সঙ্গে হাতে ম্যাচ করা ঝলমলে পার্স না থাকলেই নয়। ন্যাপস্যাক তরুণদের জন্য একটি স্টাইলিশ ব্যাগ হচ্ছে ন্যাপস্যাক। কাপড় বা চামড়া দুটো দিয়েই এই ব্যাগ তৈরি হতে পারে। এ ব্যাগের কোন আলাদা লক সিস্টেম থাকে না। শুধু দড়ি দিয়ে মুখটা পেঁচানো থাকে। এখানে আলাদা কোন পকেটও থাকে না। দামে কম হওয়ায় চাইলেই ড্রেসের সঙ্গে মিল রেখে ইচ্ছামতো ন্যাপস্যাক কেনা যেতে পারে। আর ন্যাপস্যাক যেহেতু একটু রাফ এন টাফ স্টাইল- তাই জিন্সের সঙ্গে ব্যবহার করলেই বেশি মানাবে। কাপড়ের ন্যাপস্যাক খুব কালারফুল পাওয়া যায়। পোশাকের সঙ্গে মিল রেখে এসব ন্যাপস্যাক ব্যবহার করা যেতে পারে।
×