ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রিটেনের জাদুঘরে সালাহর বুট প্রদর্শিত হবে

প্রকাশিত: ১৮:২৬, ১৮ মে ২০১৮

ব্রিটেনের জাদুঘরে সালাহর বুট প্রদর্শিত হবে

অনলাইন ডেস্ক ॥ ৩৮ ম্যাচের ইংলিশ প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মোহাম্মদ সালাহর। দুর্দান্ত এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে গোল্ডেন বুট জিতেছেন লিভারপুলের মিসরীয় এই ফরোয়ার্ড। এবার তাঁকে নিয়ে আগ্রহী ব্রিটিশ জাদুঘর। সালাহকে সম্মান দেখাতে তাঁর এক জোড়া বুট প্রদর্শন করবে তারা। মিসরীয় ফারাও রাজাদের গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্বের সঙ্গে প্রদর্শন করা হবে সালাহর বুট। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ-লিভারপুল মুখোমুখি হওয়ার আগে এই প্রদর্শনী হবে। জাদুঘরে প্রদর্শনীর কিপার নিয়েল স্পেন্সার বলেন, ‘বুট জোড়া একজন আধুনিক মিসরীয় আইকনের কথা বলে, যে ইংল্যান্ডে পারফর্ম করছে। ২০ থেকে ২১ শতকে মিসরীয়দের প্রতিদিনের জীবনযাত্রার গল্প বলার প্রকল্প সফল করতেই এই উদ্যোগ।’ জাদুঘর কর্তৃপক্ষকে ইতিমধ্যেই সালাহ নিজের এক জোড়া বুট দিয়েছেন। অ্যাডিডাস এক্স১৭ মডেলের বুট দিয়েছেন তিনি। আগামী সপ্তাহ থেকে এই প্রদর্শনী শুরু হবে। মিসরের ফারাও রাজাদের নানা মূল্যবান এবং ঐতিহাসিক প্রত্নতত্ত্বের পাশেই রাখা হয়েছে সালাহর বুট জোড়া।
×