ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চেন্নাই প্রথম দুইয়ে থাকার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ॥ মাইকেল হাসি

প্রকাশিত: ২১:৩৭, ১৮ মে ২০১৮

চেন্নাই প্রথম দুইয়ে থাকার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ॥ মাইকেল হাসি

অনলাইন ডেস্ক ॥ কলকাতা নয়, মুম্বইয়েই প্লে-অফ ম্যাচ খেলতে চান মহেন্দ্র সিংহ ধোনিরা। আইপিএল লিগ তালিকায় প্রথম দুইয়ে থাকাই লক্ষ্য চেন্নাই সুপার কিংসের। সেই লক্ষ্য নিয়েই শুক্রবার ফিরোজ শাহ কোটলায় নামছে তারা। লিগ তালিকায় একেবারে নীচে থাকা দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ম্যাচ ধোনিদের। শেষ তিন ম্যাচেই যারা হেরেছে, তাদের বিরুদ্ধে জেতার ব্যাপারে তাঁরা আত্মবিশ্বাসী হলেও দল সতর্ক হয়েই মাঠে নামবেন বলে জানান তাঁদের ব্যাটিং কোচ মাইকেল হাসি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আমরা প্রথম দুইয়ে থাকার লক্ষ্য নিয়েই নামব। কারণ, প্রথম দুইয়ে থাকলে ফাইনালে ওঠার দু’টো সুযোগ পাওয়া যাবে। তাই দলের ছেলেরা এই ম্যাচে ভাল খেলার জন্য যথেষ্ট উজ্জীবিত।’’ ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই প্লে-অফে জায়গা করে নিয়েছে ধোনিরা। হাসির ধারণা, ক্রিকেটারদের অভিজ্ঞতাই তাঁদের সবচেয়ে বড় সুবিধা। বলেন, ‘‘চাপের মুখে ভাল খেলে জেতাতে আমাদের ক্রিকেটারদের অভিজ্ঞতা অনেক কাজে এসেছে। কারণ, এমন পরিস্থিতিতে ওরা বহুবার পড়েছে। ওরা জানে কী ভাবে চাপ কাটিয়ে বেরিয়ে আসতে হয়।’’ রায়ডুকে নিয়ে গত ম্যাচের পরে ধোনি বলেছিলেন, ‘‘রায়ডু সব রকম বলের বিরুদ্ধেই এত ভাল ব্যাটিং করে যে ওকে ব্যাটিং অর্ডারে যে কোনও জায়গায় নামানো যায়।’’ শুক্রবার কোটলায় রায়ডুর ব্যাটিং অর্ডার পরিবর্তন করা হয় কি না, সেটাই দেখার। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×