ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাসের ধাক্কায় নাজিমের মৃত্যুর ঘটনায় মামলা

প্রকাশিত: ০৩:১০, ১৮ মে ২০১৮

বাসের ধাক্কায় নাজিমের মৃত্যুর ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা নাজিম উদ্দিনের মৃত্যুর ঘটনায় একটি মামলা হয়েছে। যাত্রাবাড়ী থানার ওসি আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে নিহতের ভায়রা আব্দুল আলীম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। “ওই ঘটনায় গ্রেপ্তার শ্রাবণ পরিবহনের চালক ওহিদুল ও মঞ্জিল পরিবহনের চালকের সহকারী কামাল হোসেন ছাড়াও মঞ্জিল পরিবহনের পলাতক চালককে এ মামলায় আসামি করা হয়েছে।” নিহত নাজিম উদ্দিন (৩৮) ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের একজন সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন। মোটর সাইকেলে করে হানিফ ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার সকালে তিনি দুর্ঘটনায় পড়েন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তার এক সহকর্মী জানান, জুরাইনের বাসা থেকে পান্থপথের অফিসে যাচ্ছিলেন নাজিম। ফ্লাইওভারে দুই বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে একটি বাসের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার ওসি আজিজুর রহমান জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় শ্রাবণ ও মঞ্জিল পরিবহনের বাস দুটি এবং শ্রাবণের চালক ও মঞ্জিলের চালকের সহকারীকে গ্রেপ্তার করে পুলিশ। মঞ্জিল পরিবহনের চালককেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান যাত্রাবাড়ীর ওসি।
×