ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শুধু আইনি লড়াইয়ে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়- মওদুদ

প্রকাশিত: ০৩:২২, ১৮ মে ২০১৮

শুধু আইনি লড়াইয়ে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়- মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ শুধু আইনি লড়াইয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আইনি লড়ায়ের পাশাপাশি রাজপথে আন্দোলন করতে হবে। ঈদের পরে ব্যাপক কর্মসূচি দিতে হবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও সেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মুক্তির দাবিতে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী যুব ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মওদুদ বলেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে যেটি হয়েছে সেটি হচ্ছে ন্যাক্কারজনক। এই নির্বাচনের আগে বিএনপির সব নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হয়েছে। নির্বাচনের আগেই প্রায় ৫ শত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কারচুপি কওে সরকারি দলের প্রার্থীকে বিজয়ী করা হয়েছে। এই নির্বাচন কমিশনের অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুষ্ঠু নির্বাচন করতে হলে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। মওদুদ বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে, দেশকে বাঁচাতে হবে। সে জন্যেই রাজপথে আন্দোলনে ছাড়া কোনও বিকল্প নেই। কেন খালেদা জিয়া জামিন পেয়েও মুক্তি পাচ্ছেন না এমন প্রশ্ন রেখে তিনি বলেন, উচ্চ আদালতে জামিন পেলেও নি¤œ আদালতে পাচ্ছেন না। কারণ এই নিম্ন আদালত প্রশাসনের অধীনে চলে গেছে। অর্থাৎ সরকারের অধীনে থাকায় নি¤œ আদালত স্বাধীন নয়। কারণ, নি¤œ আদালতের বিচারকের পদোন্নতি থেকে সব কিছু এখন চলে গেছে সরকারের কাছে। মওদুদ বলেন, দেশে আইনের শাসন নেই, আছে দলীয় শাসন। দেশের সব জেলায় বিএনপি নেতাকর্মীদের আটক করা হচ্ছে। এ পর্যন্ত ৭৮ হাজার মামলা হয়েছে,আর ১১ লাখের ওপরে বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এভাবে একটি দেশ চলতে পাওে না। আয়োজক সংগঠনের নেতা দেলোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ।
×