ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকারি ‘সিন্ডিকেটের’ কারণেই রমজানে বাজার লাগামহীন

প্রকাশিত: ২২:৪০, ১৯ মে ২০১৮

সরকারি ‘সিন্ডিকেটের’ কারণেই রমজানে বাজার লাগামহীন

অনলাইন রিপোর্টার ॥ সরকারি ‘সিন্ডিকেটের’ কারণেই রমজানে বাজার লাগামহীন বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “রমজানে প্রয়োজনীয় খাদ্য পণের দাম প্রতিদিন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা থেকে ক্রমাগতভাবে দূরে সরে যাচ্ছে। ক্ষমতাসীন সিন্ডিকেটের দৌরাত্ম্য বাজার নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।” নগরের গৃহস্থালিতে জ্বালানি সমস্যার বিষয়টি তুলে ধরে রিজভী বলেন, “গ্যাস অধিকাংশ সময়ই থাকে না। যদিও কখনও আসে তাতে আগুন ধিকিধিকি করে জ্বলে, তাতে রান্না দূরে থাক, পানিও গরম হয় না। ঢাকা শহরের প্রান্তিক এলাকাগুলোতে গ্যাস থাকেই না বললে চলে।” দলের কারাবন্দি সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে আরও কয়েকটি মামলায় জড়িত করার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তার মুক্তির দাবি জানান রিজভী। সংবাদ সম্মেলনে আবুল খায়ের ভুঁইয়া, খায়রুল কবির খোকন, হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আব্দুল গফুর ভুঁইয়া, হাফেজ আব্দুল মালেক, শাহ মো. নেসারুল হক উপস্থিত ছিলেন।
×