ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিতুমীর কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দু’জন আহত

প্রকাশিত: ০২:২৭, ১৯ মে ২০১৮

তিতুমীর কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দু’জন আহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সোহেল ও রানা নামের ছাত্রলীগ দুই কর্মী আহত হয়েছেন। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিএম ফরমান আলী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরের তিতুমীর কলেজে গেটের সামনে এই ঘটনা ঘটে। কলেজের কয়েক শিক্ষার্থী জানায়, কলেজের নতুন কমিটি হওয়ার পর গত কমিটির ঝামেলা নিয়ে এই মারামারির ঘটনা ঘটে। তিতুমীর কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ জানান, বেলা ১২ টার দিকে স্যাটেলাইট উৎক্ষেপণ সংক্রান্ত প্রচার প্রচারণা করে ফোরার সময় তিতুমীর কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একপক্ষ সোহেল ও রানাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হয়। আহত রানাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, ‘দুপুরে তিতুমীর কলেজে একটি মারামারির ঘটনা ঘটে। দুই বন্ধু নিজেদের মধ্যে এই মারামারি করলে নিজেরাই আহত হয়। তবে দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এই মারামারির ঘটনা ঘটেছে। তা নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে এই ঘটনায় কোনও মামলা হয়নি।
×