ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেরা অভিনেতা মার্সেলো ফন্তে

প্রকাশিত: ১৭:৪৯, ২০ মে ২০১৮

সেরা অভিনেতা মার্সেলো ফন্তে

অনলাইন ডেস্ক ॥ কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ইতালির মার্সেলো ফন্তে। মাত্তিও গারোন পরিচালিত ‘ডগম্যান’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি দেওয়া হলো তাকে। তার হাতে পুরস্কার তুলে দেন ইতালিয়ান অভিনেতা-নির্মাতা রবার্তো বেনিনি ও বুরুন্ডির গায়িকা খাজা নিন। শনিবার (১৯ মে) কানের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের সমাপনী আসর। আশির দশকের ইতালির রোমের প্রেক্ষাপটে ‘ডগম্যান’ ছবির গল্প কুকুরের গ্রুমার মার্সেলোকে ঘিরে। লোকটা শান্তশিষ্ট ও ভদ্রগোছের। কিন্তু জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া সাবেক বক্সার সিমোনসিনোর সঙ্গে বিপজ্জনক সম্পর্কে জড়িয়ে পড়ে সে। মানুষ হিসেবে মর্যাদা ধরে রাখতে অপ্রত্যাশিত প্রতিহিংসা তৈরি হয় তার মধ্যে। মার্সেলো চরিত্রেই অভিনয় করেছেন মার্সেলো ফন্তে। শুরুতে ৭১তম আসরের বিভিন্ন স্মরণীয় ও উল্লেযোগ্য মুহূর্ত দেখানো হয়। এরপর আলোকিত হয় মঞ্চ। বলতে শুরু করেন মাস্টার অব সিরিমনিস এদুয়ার্দ বেয়া। সমাপনী ছবির পরিচালক টেরি গিলিয়ামকে ডাকলে তিনি আসনের ওপর দাঁড়িয়ে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ক্যামেরা দ’র বিভাগের পুরস্কার বিতরণীর পর মঞ্চে আসেন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট। বিচারকদের অন্য আটজন মঞ্চে আসার পর ইতালিয়ান অভিনেত্রী এশিয়া আর্জেন্টোকে কথা বলার সুযোগ দেওয়া হয়। তিনি জানান, ১৯৯৭ সালে কান উৎসব চলাকালেই হলিউড মোগল হার্ভি ওয়াইনস্টিন তাকে ধর্ষণ করেছিলেন। আর কখনও কানে তাকে না ডাকার আহ্বান জানান তিনি।
×