ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোনার ক্যামেরা জিতলেন লুকাস দোন্ত

প্রকাশিত: ১৭:৫৯, ২০ মে ২০১৮

সোনার ক্যামেরা জিতলেন লুকাস দোন্ত

অনলাইন ডেস্ক ॥ কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে ক্যামেরা দ’র পুরস্কার জিতেছেন বেলজিয়ামের লুকাস দোন্ত। ‘গার্ল’ ছবির জন্য এই সম্মান পেলেন তিনি। তাকে দেওয়া হয়েছে সোনার ক্যামেরা আকারের পুরস্কার। ১৯ মে কানের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের সমাপনী আসর। পরিচালকের প্রথম কাজের জন্য কান উৎসবে দেওয়া হয়ে থাকে ক্যামেরা দ’র। এবারের আসরে এই বিভাগে বিচারকদের প্রধান ছিলেন উরসুলা মাইয়ার। তিনিই বিজয়ীর নাম ঘোষণা করেন। ‘গার্ল’ ছবির গল্প লারাকে ঘিরে। তার বয়স ১৫ বছর। পেশাদার ব্যালেরিনা হতে দৃঢ়প্রতিজ্ঞ সে। বাবার সহায়তায় নতুন একটি স্কুলে ভর্তি হয় মেয়েটি। কিন্তু ব্যালেরিনা হওয়ার মতো শারীরিক গড়ন নেই বলে হতাশা ও অস্থিরতা পেয়ে বসে তাকে। কারণ সে জন্ম নিয়েছে ছেলের মতো শরীর নিয়ে! শনিবার বিকালে আঁ সার্তেন রিগার্দ বিভাগে প্রদর্শিত ছবিগুলোর মধ্যে ‘গার্ল’-এর জন্য ফিপরেস্কি পুরস্কার পান লুকাস দোন্ত। শুরুতে ৭১তম আসরের বিভিন্ন স্মরণীয় ও উল্লেযোগ্য মুহূর্ত দেখানো হয়। এরপর আলোকিত হয় মঞ্চ। বলতে শুরু করেন মাস্টার অব সিরিমনিস এদুয়ার্দ বেয়া। সমাপনী ছবির পরিচালক টেরি গিলিয়ামকে ডাকলে তিনি আসনের ওপর দাঁড়িয়ে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ক্যামেরা দ’র বিভাগের পুরস্কার বিতরণীর পর মঞ্চে আসেন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট।
×