ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৩০ বছর পর জার্মান কাপ ফ্রাঙ্কফুর্টের

প্রকাশিত: ১৮:২০, ২০ মে ২০১৮

৩০ বছর পর জার্মান কাপ ফ্রাঙ্কফুর্টের

অনলাইন ডেস্ক ॥ বায়ার্ন মিউনিখকে হারিয়ে ৩০ বছর পর জার্মান কাপে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রাঙ্কফুর্ট। শনিবার রাতের ফাইনালে ৩-১ গোলে জিতেছে নিকো কোভাচের দল। এর আগে এখানে তারা সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৮৮ সালে। কোচের নিকো কোভাচের অধীনেই আগামী মৌসুমে খেলবে বায়ার্ন। তাই পরাজয়ের মধ্যেও তৃপ্তির ঢেকুর তুলছে বায়ার্ন ভক্তরা। ম্যাচের প্রথম সুযোগকেই কাজে লাগিয়ে এগিয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। ১১ মিনিটে দলকে এগিয়ে দেন আন্দ্রে রেবিচ। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সমতায় ফেরে বায়ার্ন। জসুয়া কিমিচের বাড়ানো পাস ডি-বক্সে পেয়েই প্রতিপক্ষের জালে জড়ান লেভানদোভস্কি। ৮২ মিনিটের মাথায় আবারো এগিয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। খেলার শেষ মুহূর্তে গোলের জন্য মরিয়া হয়ে বায়ার্ন গোলরক্ষক সভেন উলরিখও আক্রমণে উঠে যান। সেই সুযোগে শেষ মিনিটে পাল্টা আক্রমণে একা বল পায়ে ছুটে গিয়ে ফাঁকা জালে দলের তৃতীয় গোলটি করেন সার্বিয়ার মিডফিল্ডার গাসিনোভিচ।
×