ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা মানেই দেশের উন্নয়ন ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২৩:৩০, ২০ মে ২০১৮

শেখ হাসিনা মানেই দেশের উন্নয়ন ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে দেশের উন্নয়নে প্রাণখুলে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। তিনি বলেন, নিজেদের অস্তিত্ব বজায় রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আজ রবিবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলা যুবলীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার ডাকরা কলেজ অডিটোরিয়ামে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। যুবলীগের নেতাকর্মীদের তিনি বলেন, যুবলীগকে আগামীদিনে নেতৃত্ব দিতে হবে। এমন ধ্যান ধারনা নিয়ে কঠোর ভাবে কাজ করতে হবে। যুবলীগ আওয়ামী লীগের প্রান। তাই সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে নৌকার বিজয়ে নিজেদের এখনই মাঠে নামতে হবে। আওয়ামী লীগের উন্নয়নের চিত্র বাড়ী বাড়ী গিয়ে জনগনকে জানান দিতে হবে। প্রতিমন্ত্রী বলেন, এক সময় চারঘাটের যে রাস্তা দিয়ে মানুষ হাটতে পারতো না। আজ সেই রাস্তা দিয়ে দামি যানবাহন হাকিয়ে চলছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা মানেই দেশের উন্নয়ন, শেখ হাসিনা মানেই গরীবের মুখে অন্ন জোটা। তাই শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হলে নিজেদের ইস্পাত কঠিন করে গড়ে তুলে জনগনের সেবা করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের আখের গোছোতে ব্যস্ত থাকে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা অণ্যের মুখে অন্ন জোটাতে কাজ করে। উপজেলা যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক একরামুল হক, ভায়ালক্ষিপুর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ প্রামাণিক, ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার, সাধান সম্পাদক রায়হানুল হক রানা প্রমুখ।
×