ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামালপুরে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

প্রকাশিত: ০১:২৯, ২০ মে ২০১৮

জামালপুরে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুর শহরের মধুপুর রোডের একটি ফিলিং স্টেশন এলাকা থেকে ২৩৫টি ইয়াবাসহ মাদক বিক্রেতা নাইম হোসেন ও মোছা. মেঘলাকে আটক করেছে র্যাব। আজ রবিবার দুপুর পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। জানা গেছে, র্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার জুয়েল চাকমার নেতৃত্বে র্যাবের একটি দল আজ রবিবার বেলা পৌনে একটার দিকে শহরের মধুপুর রোডের একটি ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি সিএনজি গাড়ি ও এক নারীসহ দু’জন মাদকবিক্রেতাকে আটক করা হয়। আটক মাদক বিক্রেতারা হলো- জামালপুর শহরের বাগবাইদ বোর্ডঘর এলাকার কামাল হোসেনের ছেলে নাইম হোসেন এবং ইকবালপুর এলাকার মো. ইসমাইল হোসেনের স্ত্রী মোছা. মেঘলা। তাদের কাছ থেকে ২৩৫টি ইয়াবা বড়ি, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি, দুটি মুঠোফোন সেট ও দুটি সিম জব্ধ করা হয়েছে। র্যাবের জিজ্ঞাসাবাদে তারা দু’জন দীর্ঘদিন ধরে ইয়াবাসহ অন্যান্য মাদক বিক্রির সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করেছে। র্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার জুয়েল চাকমা জনকণ্ঠকে বলেন, ইয়াবাসহ আটক মাদকব্যবসায়ী মোছা. মেঘলা ও নাইম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
×