ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বপ্নের বনানী আউটলেটকে ১০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০১:৩০, ২০ মে ২০১৮

স্বপ্নের বনানী আউটলেটকে ১০ লাখ টাকা জরিমানা

অনলাইন রিপোর্টার ॥ সুপারশপ স্বপ্নের বনানী আউটলেটকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া, পণ্যের গায়ে লেখা দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করাসহ বিভিন্ন অভিযোগে এই জরিমানা করা হয়। রবিবার দুপুরের দিকে বনানীতে ‘স্বপ্ন’ এর আউটলেটে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সেখানে প্রায় দেড় ঘণ্টা বিভিন্ন পণ্যের মান খতিয়ে দেখে দলটি। এরপর বিভিন্ন অনিয়ম পাওয়ায় ওই আউটলেটকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, স্বপ্নের বনানী সুপারশপে দেখা গেছে তারা বিভিন্ন ব্রান্ডের কোমল পানীয়’র মেয়াদ শেষ হওয়ার পর তারা তারিখ পরিবর্তন করে সেগুলো বিক্রি করছে। এ ছাড়া যেসব দুধ বা জুসের মেয়াদ আগেই শেষ হয়েছে তা বিক্রি করছে। একই সুপারশপে দেখা যায়, স্টোররুমে তারা মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ আছে এমন পণ্য এক সঙ্গে রেখেছে। এ ছাড়া গরুর মাংস ৪৫০ টাকায় বিক্রির কথা থাকলেও তারা বিক্রি করছিল ৫৫০ টাকায়। সারওয়ার জানান, এই সুপারশপে একটি পণ্যের গায়ে লেখা আছে ৯৮ টাকা আর তারা নিচ্ছিল ১৬৭ টাকা। এ ছাড়াও পাঁচ কেজির পেঁয়াজ ২০০ গ্রাম কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগে স্বপ্নের বনানী সুপারশপকে জরিমানা করা হয়েছে।
×