ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিটকয়েন লেনদেন চক্রের হোতা গ্রেফতার

প্রকাশিত: ০৩:০৪, ২০ মে ২০১৮

বিটকয়েন লেনদেন চক্রের হোতা গ্রেফতার

অনলাইন রিপোর্টার ॥ বিটিসি, নেটেলার, স্ক্রিলসহ বিভিন্ন অনলাইন ওয়ালেট থেকে বিটকয়েনের মতো নিষিদ্ধঘোষিত ভার্চুয়াল মুদ্রা অবৈধভাবে বিদেশ থেকে বাংলাদেশে এনে বিভিন্ন ব্যক্তির কাছে ক্রয়-বিক্রয় করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। চক্রটির হোতা জাকারিয়া সরকার (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে সিআইডি অর্গানইজড ক্রাইমের ইকোনোমিক ক্রাইম ও এসটিজি ইউনিট। আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিআইডি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটি থেকে জাকারিয়া সরকারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তিনি ও তার সহযোগীরা মিলে বিদেশ হতে বিভিন্ন বিলাসী পণ্য ক্রয়সহ ডিজিটাল মুদ্রা অবৈধভাবে বাংলাদেশে এনে বিট কয়েন, নেটেলার, স্ক্রিলসহ পেমেন্ট ও ক্রয়-বিক্রয়ের গ্রাহক থেকে গ্রাহকের কাছে পৌঁছে দেয়ার কাজ অনলাইনের মাধ্যমে করতেন। জাকারিয়াকে গ্রেফতারের সময় তার কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, দুটি ডেস্কটপ ও তিনটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। জব্দকৃত ইলেকট্রনিক্স ডিভাইসগুলো পর্যালোচনা করে দেখা যায় সেখানে কয়েন বেজ, নেটেলার নামক অ্যপ্লিকেশন ইন্সটল করা আছে যাতে অবৈধভাবে বিদেশ থেকে বাংলাদেশে এনে উভয় একাউন্টে বা ওয়ালেটে প্রচুর পরিমান ভার্চুয়াল মূদ্রা এবং বিটকয়েন, নেটেলার স্ক্রিল ডলার লেনদেনের তথ্য রয়েছে। প্রাথমিক তদন্তে দেখা যায় তারা গড়ে প্রতিদিন দেড় থেকে দুই হাজার ইউএস ডলার অবৈধভাবে লেনদেন করতো। এ বিষয়ে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (১)খ ও ২৫-বি(২) ধারায় মোহাম্মদপুর থানায় বৃহস্পতিবার একটি মামলা (নং- ৭৩) রুজু হয়েছে।
×