ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রণে ভঙ্গ বিজেপির ॥ বুধবার শপথ

কর্নাটকে সরকার গঠন করছে কংগ্রেস-জনতা দল (এস)

প্রকাশিত: ০৩:৪৪, ২১ মে ২০১৮

কর্নাটকে সরকার গঠন করছে কংগ্রেস-জনতা দল (এস)

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকে শেষ রক্ষা হলো না ভারতীয় জনতা পার্টির (বিজেপি)। পর্যাপ্ত সমর্থন না থাকায় বিধান সভায় আস্থা ভোটের লড়াই থেকে নাটকীয়ভাবে সরে দাঁড়ালেন বি এস ইয়েদুরাপ্পা। দক্ষিণের রাজ্যটিতে বিধায়কদের কেনা-বেচা করে সরকার গঠন করতে গিয়ে মুখ পুড়ল বিজেপির। ফলে নরেন্দ্র মোদি-অমিত শাহের কাছে অধরাই থেকে গেল কর্নাটক। অথচ শুক্রবার পর্যন্ত আত্মবিশ্বাসী বিজেপি মনে করেছিল শেষ পর্যন্ত ইয়েদুরাপ্পা পর্যাপ্ত সংখ্যক বিধায়ক পক্ষে টানতে সক্ষম হবেন। বিরোধী জোট ভেঙে কাক্সিক্ষত সংখ্যক বিধায়ককে নিজের পক্ষে নেবেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। শনিবার সকাল পর্যন্ত দেখা গেল বিরোধী জোট ভাঙ্গার সর্বাত্মক চেষ্টা করেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না ইয়েদুরাপ্পার। শুধু কংগ্রেস নয় জনতা দল (এস)-এর বিধায়কদের টোপ দিয়েও কোন কাজ হলো না। বিধানসভার আস্থাভোটে হেরে গেলে দলের অস্বস্তি বাড়বে তাই দুপুরেই দিল্লী থেকে ইয়েদুরাপ্পার কাছে নির্দেশ যায় ‘এক্সিট গ্রেসফুলি’ (সম্মান বাঁচিয়ে ইস্তফা দিন)। এরই প্রেক্ষিতে শনিবার বিধানসভা শুরুর পরই মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে রাজ্যপাল বজুভাই বালার কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন ইয়েদুরাপ্পা। সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে বিরোধী জোট। ঠিক হয় কংগ্রেস-জনতা দল (এস) জোটের নেতা এইচ ডি কুমারস্বামী বুধবার বেঙ্গালুরুতে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। উপমুখ্যমন্ত্রী হবেন কংগ্রেসের দলিত বিধায়ক জি পরমেশ্বর। দু’দলেরই সমান সংখ্যক মন্ত্রী থাকবে রাজ্য সরকারে। প্রথমে ঠিক হয়েছিল সোমবার শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী। তবে সেদিন রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী হওয়ায় কংগ্রেসের পক্ষ থেকে অন্য কোন দিন শপথ নেয়ার প্রস্তাব দেয়া হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় বুধবার সকালে শপথ নেবেন মুখ্যমন্ত্রী। কর্নাটক রাজ্যে সরকার গঠন করতে গোয়া ও মনিপুরের মতো প্রকাশ্যে বিধায়কদের কেনাবেচায় নেমে পড়ে বিজেপি নেতৃত্ব। গণমাধ্যমে প্রকাশিত একাধিক অডিওতে শোনা গেছে মন্ত্রিত্ব ও বিপুল অর্থের প্রস্তাব দেয়ার। আবার ভোট কিনতে আয়কর দফতরের ভয়ও দেখানো হয়েছে। এ উদ্দেশে মাঠে নেমেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। শনিবার প্রকাশিত এক অডিওতে বিরোধী এক বিধায়ককে মন্ত্রিত্বের প্রস্তাব দিতে শোনা গেছে ইয়েদুরাপ্পাকে।
×