ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাহাউদ্দীন চৌধুরীসহ সব ভাষা সংগ্রামীকে একুশে পদকে ভূষিত করার দাবি

প্রকাশিত: ০৪:৩৬, ২১ মে ২০১৮

বাহাউদ্দীন চৌধুরীসহ  সব ভাষা সংগ্রামীকে  একুশে পদকে  ভূষিত করার দাবি

বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম তথ্য সচিব, বিশিষ্ট ভাষা সৈনিক, ঢাকা সিটি আওয়ামী লীগের সাবেক সভাপতি, ঐতিহাসিক ৬ দফার প্রস্তাবক ও সাংবাদিক-কলামিস্ট বাহাউদ্দীন চৌধুরীকে ২০১৯ সালের মরণোত্তর একুশে পদক প্রদানসহ ভাষার দাবিতে বায়ান্নর আন্দোলনে অংশগ্রহণকারী সকল ভাষা-সংগ্রামীকে পর্যায়ক্রমে উক্ত সম্মানে ভূষিত করার দাবি জানানো হয়েছে। বাহাউদ্দিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগের আয়োজনে শনিবার বেলা ১১টায় রাজধানীর মেহেরবা প্লাজার ১৫ তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক সচিব, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও পিএসসি সদস্য সিরাজ উদ্দীন আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি-জেপি’র নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী। আলোচনায় অংশগ্রহণ করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যাড. হারুন অর রশীদ, জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি এম. এ জলিল, আওয়ামী লীগ নেতা আ.স.ম মোস্তফা কামাল, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের সভাপতি আশরাফ আলী হাওলাদার, জাসদ নেতা হুমায়ুন কবির, সিনিয়র সাংবাদিক মীর লিয়াকত আলী, বঙ্গবন্ধু লেখক পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হক চাষী, জাতীয় গণতান্ত্রিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. ফারহানা ইয়াসমিন মনি ও অঞ্জন রায় প্রমুখ। সভায় প্রধান অতিথি সাদেক সিদ্দিকী বলেন, ১৯৬৬ সালে বঙ্গবন্ধু ৬ দফা ঘোষণার পর আওয়ামী লীগ প্রায় নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল। তখন যারা দলকে নেতৃত্ব দিয়ে টিকিয়ে রেখেছিলেন তাদের মধ্যে প্রথম সারির একজন বাহাউদ্দিন চৌধুরী। তিনি বলেন, যেসব মহান ব্যক্তিত্ব একদিন এই স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বাহাউদ্দিন চৌধুরী তাদের অন্যতম। তাই, বাঙালী জাতি বাহাউদ্দিন চৌধুরীর মতো গুনীজনদের কাছে কৃতজ্ঞ। সভায় সিরাজ উদ্দীন আহমেদ বলেন, মেধা ও পান্ডিত্যে বাহাউদ্দিন চৌধুরীর সমতুল্য কোন নেতা এখন আর নেই। তার মতো নির্লোভ, নিরহঙ্কার, পরোপকারী এবং গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্বের আজ বড় বেশি প্রয়োজন। এম.এ জলিল বলেন, সব ভাষা-সংগ্রামীকে একুশে পদকে ভূষিত করা হলেই তাঁদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হবে। -বিজ্ঞপ্তি
×