ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডাকাত শহীদের গ্রুপের তিনজনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:৪১, ২১ মে ২০১৮

ডাকাত শহীদের গ্রুপের তিনজনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন

কোর্ট রিপোর্টার ॥ ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরায় ঢেউটিন ব্যবসায়ী বাচ্চু মিয়া (৬৫) হত্যা মামলায় তিন আসামির ফাঁসি এবং সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রবিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম মোসা. কামররুন্নাহার এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩ আসামি হলেন- মারুফ হোসেন (২৪), টিটু (২১) ও লিটন (২০)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৭ আসামি হলেন- আমজাদ হোসেন লিটন (২১), সাব্বির (২২), আব্দুল গণি (২২), ওয়াসিম কসাই (২৫), সম্রাট (৩০), নান্টু (২০) ও নবাব (৩)। দণ্ডিত ডাকাত শহীদ গ্রুপের সদস্য। মামলাটিতে ডাকাত শহীদও আসামি ছিলেন। তিনি ঘটনার পর র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। আসামি টিটু, লিটন, সম্রাট ও নবাব আদালতে উপস্থিত ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। অন্য আসামিরা পলাতক। ২০ লাখ টাকা চাঁদার দাবিতে ২০০৬ সালের ১৮ জুন সকালে কেরানীগঞ্জের জিঞ্জিরায় বাচ্চু মিয়াকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মতিউর রহমান বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় মামলা করেন।
×