ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিল্লীর কাছে হেরে মুম্বাইর বিদায়

প্রকাশিত: ০৫:৩২, ২১ মে ২০১৮

দিল্লীর কাছে হেরে মুম্বাইর বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ডু অর ডাই’ হয়ে ওঠা শেষ ম্যাচে দিল্লী ডেয়ার ডেভিলসের কাছে হেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) লীগপর্ব থেকেই বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। যে দিল্লী সবার আগে বাদ পড়েছে সেই তাদের কাছে রোহিত শর্মারা হেরে গেছে ১১ রানে। ঘরের মাঠে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রেয়াস আইয়ারের দিল্লী। জবাবে ১৯ ওভার ৩ বল খেলে ১৬৩ রানে অলআউট হয় মুম্বাই। সুরিয়া কুমার যাদব ৪ বলে ১২, এভিন লুইস ৩১ বলে ৪৮, অধিনায়ক রোহিত ১১ বলে ১৩, হারদিক পান্ডিয়া ১৭ বলে ২৭ ও বেন কাটিং ২০ বলে ৩৭ রান করে আউট হন। দিল্লীর হয়ে ৩টি করে উইকেট নেন সন্দীপ লামিচান, হার্শা প্যাটেল ও অমিত মিশ্র। টস জিতে ব্যাটিং নেয়া দিল্লী এদিন ৩৮ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায়। এরপর অধিনায়ক আইয়ারকে নিয়ে ৩৭ রানের জুটি গড়েন দারুণ ফর্মে থাকা ঋশভ পন্থ। আইয়ার (৬) ফিরে গেলে বিজয় শঙ্করকে নিয়ে রানের চাকা সচল রাখেন পন্থ। পন্থ ৪৪ বলে ৪টি করে চার ও ছক্কায় সাজান ৬৪ রানের ইনিংস। এরপর শঙ্করের ঝড়োগতির অপরাজিত ৪৩ এবং অভিষেক শর্মার অপরাজিত ১৫ রানের ইনিংসে ভর করে ১৭৪ রানের ফাইটিং স্কোর পায় দিল্লী। বল হাতে ৭ ম্যাচ পর সুযোগ পাওয়া মোস্তাফিজের শুরুটা ভালই হয়েছিল। প্রথম দুই ওভারে তিনি দিয়েছিলেন মাত্র ১০ রান। তবে পরের দুই ওভারে তিনি দেন আরও ২৪ রান। মোট ৩৪ রান দিয়েও উইকেটশূন্য থাকেন বাংলাদেশী তারকা পেসার। মুম্বাইয়ের হয়ে ১টি করে উইকেট পেয়েছেন ক্রুনাল পা-িয়া, জাসপ্রিত বুমরা ও মায়াঙ্ক মারকান্দে। মিচেল ম্যাকক্লেনঘানের কাঁধের চোটের কারণে সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। প্রথম ছয় ম্যাচ টানা খেলেছিলেন। ভাল বল করলেও ওই ছয় ম্যাচের মাত্র একটিতেই জিতেছিল তার দল। গুরুত্বপূর্ণ শেষ ম্যাচটিতে ফিরেও প্রত্যাশা পূরণ করতে পারেননি।
×