ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জার্মান দলকে শুভকামনা গোটশের

প্রকাশিত: ১৮:১৮, ২১ মে ২০১৮

জার্মান দলকে শুভকামনা গোটশের

অনলাইন ডেস্ক ॥ মারিও গোটশেকে দেখে স্যান্ড্রো ভাগনার নিজের কষ্টটা ভুলতে পারতেন। সর্বশেষ বিশ্বকাপের ফাইনালে গোল করে জার্মানিকে শিরোপা জিতিয়েও গোটশে জায়গা পাননি এবারের দলে। আর মাত্র গত বছর অভিষিক্ত ভাগনার কিনা দলে জায়গা না পেয়ে জাতীয় দল থেকেই অবসর নিয়ে ফেললেন! ভাগনারের সঙ্গে গোটশের পার্থক্য একটা জায়গাতেই— হৃদয় ভাঙলেও ঠিকই দলকে শুভ কামনা জানিয়েছেন গোটশে। ভাগনারের মতো স্বার্থপর হতে পারেননি। টুইটে ২৫ বছর বয়সী অ্যাটাকিং মিডিওর প্রার্থনা জার্মানি যেন বিশ্বকাপ জিততে পারে, ‘বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় অবশ্যই খারাপ লাগছে। জাতীয় দলে ফেরার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। দলের প্রতি শুভ কামনা রইল, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি প্রার্থনা করব।’ গোটশের এই টুইট থেকে শিক্ষা নিতে পারেন ভাগনার। কেবল ভাগনারই নন, জ্যাক উইলশায়ারও শিখতে পারেন অনেক কিছুই। কোচ গ্যারেথ সাউথগেটের ২৩ সদস্যের চূড়ান্ত ইংল্যান্ড দলে জায়গা পাননি এই মিডফিল্ডার। চোট প্রবণ উইলশায়ার এই মৌসুমে যে দারুণ ফর্মে ছিলেন সেটাও নয়। আর্সেনালের হয়ে সেভাবে নিজেকে মেলেও ধরতে পারেননি। কিন্তু বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার ক্ষোভে উইলশায়ারের টুইট, ‘নিজের কথাটুকু বলার বোধ হয় এটাই সময়। এটা বলার প্রয়োজন নেই যে আমি ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে ভীষণ হতাশ হয়েছি। মৌসুমজুড়েই নিজেকে ফিট মনে হয়েছে এবং এটা বিশ্বাস করি যে আমার বিশ্বকাপ দলে থাকা উচিত ছিল।’ উইলশায়ারের এই টুইটকে অনেকেই অপেশাদার আচরণ হিসেবে মনে করেছেন। উইলশায়ারের মতো গোটশেরও মৌসুমটা ভালো কাটেনি। জার্মানির বিশ্বকাপ দলে জায়গা না পাওয়াকে তাই স্বাভাবিকভাবেই নিয়েছেন ডর্টমুন্ডের এই তারকা। ভাগনার ও উইলশায়ার কিন্তু গোটশের পথটা অনুসরণ করতে পারতেন।
×