ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০১:২১, ২১ মে ২০১৮

ঝালকাঠিতে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে ভ্রাম্যমান আদালত বেলা ১টা থেকে অভিযান চালিয়ে শহরের ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বশির গাজী ও মো: শহিদুল্লাহ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় বিএসটিআই এর পরিদর্শক রঞ্জিত মল্লিক উপস্থিত ছিলেন। ঝালকাঠির কুমারপট্টি এলাকার লেডিস কর্নারকে কসমেটিক পন্যের গায়ে মূল্য ওজন লেখা না থাকায় ৭ হাজার টাকা, শহরের আঢ়ৎদারপট্টি কোয়ালিটি সল্টকে মাপ যন্ত্রের সনদপত্র না থাকায় ৫ হাজার টাকা এবং অনুরুপ ত্রুটির জন্য দুলাল সাহা নামের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, দি কোয়ালিটি সল্টকে ৫ হাজার টাকা, কালিবাড়ী রেডের ফল বিক্রেতা আসিফ ফল ভান্ডারকে ২ হাজার টাকা এবং ঢাকা বেকারীকে বিএসটিআই এর অনুমোদন ব্যাতিত কেক তৈরির দায়ে ৭ হাজার টাকা এবং অনুরুপ অভিযোগে ঝালকাঠি ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে বিএসটিআই এর অনুমোদন ব্যাতিত দই উৎপাদন করার জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
×