ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘোড়াশালে র‌্যাব ১১ এর সাথে বন্দুকযুদ্ধে মাদক সম্রাট ইমান আলী নিহত,

প্রকাশিত: ০১:২৩, ২১ মে ২০১৮

ঘোড়াশালে র‌্যাব ১১ এর সাথে বন্দুকযুদ্ধে মাদক সম্রাট ইমান আলী নিহত,

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ র‌্যাব ১১ এর সাথে বন্দুকযুদ্ধে মাদক সম্রাট ইমান আলী (৩০) নিহত, ঘটনাস্থল থেকে ১ টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ১ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাবের ডিএডি আবুল বাশার ও সাব ইন্সপেক্টর নির্মল চন্দ্র দে আহত হয়। পলাশ উপজেলার ঘোড়াশালস্থ খালিশকারটেক নামক স্থানে সোমবার সকাল সাড়ে ৬ টায় এ ঘটনা ঘটে। র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মোঃ জসিম উদ্দিন চৌধুরী জানান, একই দিন ভোরে ইমান আলীর টানঘোড়াশালস্থ বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে তাকে না পেয়ে নারায়নগঞ্জের আদমজীনগর র্যাব ১১ এর কার্যালয়ের দিকে রওনা হলে পথিমধ্যে ২ সহযোগী সহ ইমান আলী একটি মোটরসাইকেল যোগে তার বাড়ির দিকে যেতে দেখা যায়। এ সময় র্যাব এর গাড়ি দেখে তার ২ সহযোগী দৌড়ে পালিয়ে যায়। মাদক সম্রাট ইমান আলী র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র্যাব ও পাল্টা গুলি ছুড়ে, এতে সে নিহত হয়। এ ঘটনায় আহত হয় র্যাব এর ডিএডি আবুল বাশার, সাব ইন্সপেক্টর নির্মল চন্দ্র দে। ঘটনাস্থল থেকে ১ টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ১ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পলাশ থানায় মামলা দায়ের হয়েছে। থানার ওসি সাইদুর রহমান জানান, নিহত ইমান আলীর বিরুদ্ধে পলাশ থানায় ১ টি হত্যা মামলা রয়েছে। বছর দু'এক আগে একই স্থান খালিশকারটেকে দ্বীন ইসলাম দ্বীনি নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছিল ইমান আলী। নিহত ইমান আলীর মামা ইসমাইল মিয়া জানান, ১ ছেলে ও ১ মেয়ের জনক ইমান আলী নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় বসবাস করত। তার মা তাজমহল ও ভাই বাদশা পলাশ উপজেলার টানঘোড়াশালের বাড়িতে থাকে। ঘটনার দিন ভোর রাতে সে নাগরিয়াকান্দি থেকে বের হয়ে যায়। ৩ বছর পূর্বে তার পিতা মিলন মিয়া প্রতিবেশীদের সাথে অন্তদ্বন্ধের কারনে ঘোড়াশালে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
×