ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শরণখোলা-মোরেলগঞ্জ সড়ক অবরোধবাস চলাচল বন্ধ

প্রকাশিত: ০১:২৪, ২১ মে ২০১৮

শরণখোলা-মোরেলগঞ্জ সড়ক অবরোধবাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাস মালিক ও শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে সোমবার দুপুরে শরণখোলার রায়েন্দা বাজারে ভ্যান ও ইজিবাইক শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন। বাস শ্রমিকদের চেক পোষ্টের নামে যাত্রী হয়রানি বন্ধ না হলে ভ্যান ও ইজিবাইক শ্রমিকরা কঠোর আন্দোলন নামবেন বলে হুশিয়ারী দিয়েছেন। অপরদিকে, শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এক বাস মালিককে মারধর করার অভিযোগে সোমবারেও শরণখোলা-মোরেলগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এদিন তারা শরণখোলা-মোড়েলগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রবিবার সকালে বাস মালিক-শ্রমিক পক্ষ এ ধর্মঘট শুরু করে। আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন মোল্লা বলেন, গত রবিবার সকালে কদমতলা এলাকার গৃহবধু শারমিন আক্তার শিমু (২৫) তার স্বামী হোসেন আকন (৩০) ও তাদের ছোট বোন সুমি আক্তার (১৯) একটি ইজিবাইকে করে তাফালবাড়ি যাচ্ছিলো। এসময় তারা বাস মালিকদের চাঁদা আদায়ের চেকপোষ্টে পৌছলে বাস শ্রমিকরা ইজিবাইক থেকে তাদেকে নামিয়ে লাঞ্ছিত করে। পরে তাদেরকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা ভাইস চেয়াম্যান হাসানুজ্জামান পারভেজ এ ঘটনার প্রতিবাদ করেন। এসময় শ্রমিকদের সাথে কথা কাটাকাটি হয়। পরে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক ও শ্রমিক নেতারা। তবে শরণখোলা-মোরেলগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি শামীম হাসান পলাশ জানান, শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ অন্যায়ভাবে বাস মালিক আলমগীর হোসেনকে মারধর করেন। এতে বাস মালিক ও শ্রকিদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। একারণে রবিবার সকাল ১১টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া, সড়কে অপরিকল্পিতভাবে ইজিবাইক, টমটম, মোটর ভ্যান চলাচল করায় প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা ঘটছে। তবে, ওই বাস মালিক নেতা লাঞ্ছিত করার বিষয়টি মিথ্যা বলে দাবি করেন। অপরদিকে, শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ বলেন, এদিন সকাল সাড়ে ১০টার দিকে লাকুড়তলা এলাকায় বাস মালিকদের কথিত চেকপোষ্টে একটি ইজিবাইক থামিয়ে বাস শ্রমিকরা দুই নারী যাত্রিকে নামিয়ে লাঞ্ছিত করার ঘটনা দেখতে পেয়ে আমি প্রতিবাদ করি। এসময় বাস মালিক ও শ্রমিকদের সাথে বাকবিতন্ডা হয়। মারধরের কোনো ঘটনা ঘটেনি। মূলত তারা এ সুযোগে ইজিবাইক, টমটম ও মোটভ্যান চলাচল বন্ধের জন্যই বাস ধর্মঘট ডেকেছে এবং গত কয়েক বছরে উচ্ছৃখল বাস চালক ও হেলপারদের হাতে উপজেলার বিভিন্ন এলাকার স্কুল, কলেজগামী ছাত্রী সহ কয়েক হাজার যাত্রী হয়রানির শিকার হয়েছেন। বাস মালিক সমিতির নেতারা যৌন হয়রানি ও লাঞ্ছনার বিচার না করে উল্টো বাস চলাচল বন্ধ রেখেছেন। এছাড়া সোমবার থেকে সড়কে কয়েকটি বাস আড়াআড়ি রেখে সড়ক অবোরধ করে বাস মালিক-শ্রমিকরা। বাস মালিক শ্রমিকদের চাঁদা আদায়ের কথিত চেক পোষ্ট বন্ধ করে সাধারণ ভ্যান ও ইজিবাইক চালকসহ যাত্রীদের হয়রানি বন্ধের দাবী জানান। শরণখোলা থানার ওসি কবিরুল ইসলাম জানান, ভাইস চেয়ারম্যান ও বাস মালিকদের দ্বন্ধের বিষয়টির মিমাংসার চেষ্টা চলছে।
×