ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নকলের সুযোগ না দেয়ায় কলেজে হামলা

প্রকাশিত: ০১:২৪, ২১ মে ২০১৮

নকলের সুযোগ না দেয়ায় কলেজে হামলা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ বিনা বেতন ও ফিতে পরীক্ষায় অংশগ্রহণ এবং নকলের সুযোগ না দেয়ায় কতিপয় উছৃংখল ছাত্রলীগ ক্যাডার কেন্দুয়া ডিগ্রি কলেজে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর এবং এক প্রভাষককে শারিরীকভাবে লাঞ্ছিত করেছে। সোমবার সকাল ১১টায় একাদশ শ্রেণির বর্ষ-সমাপনী পরীক্ষা শুরু প্রাক্কালে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। জানা গেছে, সোমবার থেকে কেন্দুয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বর্ষ-সমাপনী পরীক্ষা গ্রহণের কথা ছিল। সকাল ১১টায় বাংলা ১ম পত্রের উত্তরপত্র বিতরণের পরপরই কিছু উছৃংখল শিক্ষার্থী তাদের বিনা বেতন ও ফিতে পরীক্ষায় অংশগ্রহণ এবং নকলের সুযোগ দেয়ার দাবি তুলে। এতে নেতৃত্ব দেয় একই কলেজের ডিগ্রির ২য় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ ক্যাডার আপেল মাহমুদ। কলেজ কর্তৃপক্ষ তাদের অন্যায় দাবি অগ্রাহ্য করায় আপেল মাহমুদের নেতৃত্বে ১৫-২০ জন ক্যাডার সদলবলে পরীক্ষা কক্ষে ঢুকে হামলা চালায়। এ সময় তারা কক্ষের চেয়ার-টেবিল ভাংচুরসহ পরীক্ষার্থীদের উত্তরপত্র ছিঁড়ে ফেলে এবং প্রশ্নপত্র নিয়ে যায়। এছাড়া কর্তব্যরত শিক্ষক বাংলা বিভাগের প্রভাষক আব্দুল কাদের নয়নকেও শারিরীকভাবে লাঞ্ছিত করে। উদ্ভুত পরিস্থিতির এক পর্যায়ে কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। ঘটনার সত্যতা স্বীকার করে কলেজটির অধ্যক্ষ উত্তম কুমার কর জানান, এ ব্যাপারে ছয় জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২০জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় অভিযোগ করা হয়েছে। এছাড়া ঘটনাটি স্থানীয় সাংসদ ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টুকেও জানানো হয়েছে। এ ব্যাপারে জানতে স্থানীয় থানার ওসি ইমারত হোসেন গাজীর অফিশিয়াল মোবাইল নম্বরে একাধিক রিং করলেও তিনি রিসিভ করেননি।
×