ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে শীপ ব্রেকিং ইয়ার্ডে দূর্ঘটনায় ৪ শ্রমিক আহত

প্রকাশিত: ০১:২৫, ২১ মে ২০১৮

সীতাকুন্ডে শীপ ব্রেকিং ইয়ার্ডে দূর্ঘটনায় ৪ শ্রমিক আহত

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকুন্ড শীপ ব্রেকিং ইয়ার্ডে প্লেট চাপা পড়ে চার শ্রমিক আহত হয়েছে। আহতরা হলেন, আবদুল জলিলের পুত্র মাসুদ (২৫), আবদুল মালেকের পুত্র কাদের (৩৩), মো: তাহেরের পুত্র নুরুল হক (৩০) ও অজ্ঞাতনামা (৩২)। গত সোমবার সকাল ৮টায় উপজেলার জোড়ামতল এলাকায় সীতাকু- উপজেলা চেয়ারম্যান এস.এম. আল মামুনের মালিকানাধীন এস.এম. শীপ ব্রেকিং ইয়ার্ডে এই দূর্ঘটনা ঘটে। জানা যায়, সোমবার সকাল ৮টার সময় জাহাজের একটি বড় লোহার টুকরা (পদ্দা), জাহাজ থেকে ফেলার সময় শ্রমিকেরা নিরাপদে উইসের পিছনে দাড়িয়ে থাকে। এই অবস্থায় ছোট্ট একটি লোহার টুকরা (এইচ গাডার) কয়েকজন শ্রমিকের মাথায় পড়লে চার শ্রমিক গুরুতর আহত হয়। পরে অন্য শ্রমিকেরা তাদেরকে উদ্ধার করে ভাটিয়ারী বি.এস.সি.এ. হাসপাতালে নিয়ে যান। পরে একজনের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে জানতে চাইলে সীতাকুন্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, ‘আমি সাংবাদিকদের কাছে বিষয়টি শুনেছি,তবে ইয়ার্ড কতৃপক্ষ আমাকে অবগত করেনি।’
×