ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

প্রকাশিত: ০১:২৫, ২১ মে ২০১৮

গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে সোমবার দুপুরে বৈদ্যুতিক ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল হোসেন (১৫) নবম শ্রেণীর এক স্কুল ছাত্র ও আইজল মিয়া (৪৫) নামের এক কাঠমিস্ত্রীর মারা গেছে। বেলাল হোসেন ওই গ্রামের শফিউল ইসলামের ও প্রতিবেশী আইজল মিয়া মৃত আজিম উদ্দিনের ছেলে। আইজল মিয়া ও বেলাল হোসেন সম্পর্কে চাচা ভাতিজা। বেলাল হোসেন ধানঘড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে বর্তমানে একটি ইলেকট্রিশিয়ানের দোকানে বিদ্যুতের কাজ শিখছিল। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, কয়েকদিন আগে আইজল মিয়া তার বাড়ীতে সংযোগ নেন। সোমবার তিনি বাড়িতে বৈদ্যুতিক ফ্যান লাগানোর জন্য বেলাল হোসেনকে ডেকে নেন। সে ঘরে ফ্যান লাগানোর সময় সেটি বিদ্যুতায়িত হয়ে গেলে বেলাল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আইজল মিয়াও বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই মারা যায়।
×