ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পণ্য পরিবহনের অগ্রগতিতে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি

প্রকাশিত: ০২:৪৫, ২১ মে ২০১৮

পণ্য পরিবহনের অগ্রগতিতে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পণ্য পরিবহনে অগ্রগতি আনতে ট্রেনের সংখ্যা বাড়ানোসহ রেলওয়ে খাতের সার্বিক উন্নয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতারা। সোমবার রাজধানীর মতিঝিলে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত ‘এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব রেলওয়েজ’ শীর্ষক সভায় ব্যবসায়ী নেতারা এ দাবি জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেনের সংখ্যা বাড়িয়ে এবং প্রতি ট্রেনে অতিরিক্ত কম্পার্টমেন্ট সংযোজনের দাবি জানান ব্যবসায়ী নেতারা। তারা বলেন, চলমান উন্নয়ন কর্মকান্ডের ফলে পরিবহন খাতের গুরুত্ব বেড়েছে। পরিবহন ও যোগাযোগ খাতে উন্নতি না করলে অন্যান্য খাতের উন্নয়নও ব্যাহত হবে। দেশের বিপুল উন্নয়ন কর্মযজ্ঞের সঙ্গে তাল মেলাতে রেলওয়ে খাতে পরিবহন কোচের সংখ্যা বাড়ানো প্রয়োজন।
×