ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে র‌্যাবের অভিযানে আটক ৬ মাদক সেবীকে কারাদন্ড

প্রকাশিত: ০২:৪৬, ২১ মে ২০১৮

শ্রীনগরে র‌্যাবের অভিযানে আটক ৬ মাদক সেবীকে কারাদন্ড

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের শ্রীনগরে ভ্রাম্য,ান আদালত ৫ মাদক সেবীকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে। রবিবার রাত অবধি র‌্যাব-১১ এর অভিযানে ওই ৫ মাদক সেবীকে আটক করে র‌্যাব। পরে শ্রীনগর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. জাহিদুল ইসলাম আটককৃতদের এ দন্ডাদেশ দেন। র‌্যাব-১১ জানায়, মুন্সীগঞ্জ ক্যাম্প কমান্ডার সহকারী পরিচালক মো.জাহিদ হাসান জনি ও এএসপি মো. মহিতুল ইসলামের নের্তেত্বে রবিবার দুপুর ১২ টা হতে রাত ৮ টা পর্যন্ত জেলার শ্রীনগর থানাধীন বালাশুর বাজার, ভাগ্যকুল বাজার এবং শ্যামসিদ্দি গ্রামের কবরস্থানের পাশে অভিযান পরিচালনা করে মাদক সেবনকারী দক্ষিন মান্দ্রা গ্রামের মহন খানের পুত্র মো. মেহেদী হাসান (২১), কামারগাঁও গ্রামের কামাল হোসেনের পুত্র সুমন শেখ (৩২), উত্তর মান্দ্রা গ্রামের মিজানুর রহমানের পুত্র রাসেল হাজাম (২৫), শ্যামসিদ্দি গ্রামের মো. মোস্তফা হুসেনের পুত্র রুবেল হুসেন (২৮) ওমপাড়া গ্রামের মৃত বাবুল মিয়ার পুত্র মো. রুবেল (২৭) ও কলেজ পাড়া গ্রামের মৃত মাজেদ শেখের পুত্র সুমন শেখ ওরফে মনির (২৮) আটক করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ১ বছর করে বিনাশ্রম করাদন্ডাদেশ দেন। এদিকে লৌহজংয়ের কুমারভোগ হতে মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর বাবু (৩০)-কে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে লৌহজং থানা পুলিশ গ্রেপ্তার করে। সে কুমারভোগ ইউনিয়নের ঢালীপাড়া মো. খোরশেদ বেপারীর ছেলে। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজিব খান জানান, দীর্ঘ দিন ধরে আমরা বাবুকে ধরার জন্য অনেক চেষ্টা করছিলাম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে মৃত মজিদ খান চেয়ারম্যান বাড়ির বাসষ্ট্যান্ডের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ সময় তার নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে মামলা দিয়ে গতকাল সোমবার সকালে তাকে মুন্সীগঞ্জ কোর্টে চালান দেয়া হয়েছে।
×