ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেকনাফে রোহিঙ্গা শিশুদের মাঝে প্রিয়াঙ্কা চোপড়া

প্রকাশিত: ০৬:১৩, ২২ মে ২০১৮

টেকনাফে রোহিঙ্গা শিশুদের মাঝে প্রিয়াঙ্কা চোপড়া

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ মিয়ানমার থেকে পালিয়ে আসা ও উখিয়া-টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী লাখ লাখ রোহিঙ্গার অবস্থা দেখতে ৪ দিনের সফরে বাংলাদেশে এসেছেন বলিউড এবং হলিউডের বিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সফরের প্রথম দিন টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন প্রিয়াঙ্কা। জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিসেফের শুভেচ্ছা দূত জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া টেকনাফের শামলাপুরে রোহিঙ্গা শিশুদের মাঝে দীর্ঘ সময় কাটান। এসময় রোহিঙ্গা শিশুদের পড়ালেখার খোঁজখবর নেন তিনি এবং তাদের স্কুলে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ইউএস-বাংলার একটি উড়োজাহাজে তিন দিনের সফরে কক্সবাজার পৌঁছান প্রিয়াঙ্কা। পরে কক্সবাজারের ইনানীর একটি হোটেলে ওঠেন তিনি। বিকেল ৩টার দিকে মেরিন ড্রাইভ হয়ে শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে যান তিনি। রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘক্ষণ রোহিঙ্গা শিশুদের মাঝে কাটান এই বলিউড অভিনেত্রী। এর আগে সোমবার সকাল আটটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। ঘণ্টাতিনেক পর আরেকটি বিমানে কক্সবাজারে পৌঁছান। আজ মঙ্গলবার সকালে উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তিনি। এদিন বিকেলে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন তিনি। কাল বুধবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। ৩ দিন কক্সবাজারে অবস্থানের পর বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশ্যে তার কক্সবাজার ত্যাগ এবং ঢাকায় ফিরে তার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে পৌঁছেন সোমবার বেলা ১১টার দিকে। এরপর বিকেলে ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি তার ফেসবুক ভেরিফায়েড পেজে তার ছবি পোস্ট করে এক পোস্টে বলেন, ইউনিসেফের ফিল্ড ভিজিটের অংশ হিসেবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছি। এ সংক্রান্ত অভিজ্ঞতা জানতে ফলো করুন আমার ইনস্টাগ্রামে। এ নিয়ে (রোহিঙ্গাদের) বিশ্বের ভাবা উচিত, ভাবতে হবে আমাদেরও। সোমবার বিকেল তিনটার সময় প্রিয়াঙ্কাকে টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। বলিউডের জনপ্রিয় এই তারকা জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত। সংস্থাটির হয়েই প্রিয়াঙ্কা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
×