ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীল চোখের বিড়াল

প্রকাশিত: ০৬:৪১, ২২ মে ২০১৮

নীল চোখের বিড়াল

আর্জেন্টিনার বিড়াল কুইমেরা। চেহারা ও চোখের মণি দুরঙা হওয়ায় ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় বিড়ালটি। জিনগত ত্রুটির কারণেই সেটির এমন রং বলে জানিয়েছেন চিকিৎসকরা।-ওয়েবসাইট অক্টোপাস পৃথিবীর প্রাণী নয়! অক্টোপাস পৃথিবীর কেউ নয়! এমনই দাবি গবেষকদের। শুধু অক্টোপাসই নয়, স্কুইড, কাটল ফিশ জাতীয় প্রাণীরাও পৃথিবীর কেউ নয়। মার্কিন মেরিন বায়োলজিক্যাল ল্যাবরেটরির গবেষক জোশুয়া রোসেন্থাল জানিয়েছেন, গবেষণা থেকে উঠে আসছে অক্টোপাসের আরএনএ সংক্রান্ত আশ্চর্য সব তথ্য। -ওয়েবসাইট
×