ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদে চ্যানেল আইতে ৬ চলচ্চিত্র

প্রকাশিত: ০৭:৩৭, ২২ মে ২০১৮

ঈদে চ্যানেল আইতে ৬ চলচ্চিত্র

সংস্কৃতি ডেস্ক ॥ ঈদে বিশেষ অনুষ্ঠান প্রচারের ধারাবাহিকতায় এবারের পবিত্র ঈদ উল ফিতরে চ্যানেল আইতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ৬টি নতুন চলচ্চিত্রের প্রথম টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। চলচ্চিত্রগুলো হলো ‘কালের পুতুল’, ‘দুলাভাই জিন্দাবাদ’, ‘আলতাবানু’, ‘ভালো থেকো’, ‘খাঁচা’ এবং ‘ছিটকিনি’। এরই ধারাবাহিকতায় ঈদের দিন বেলা ২-৩০ মিনিটে দেখানো হবে ‘কালের পুতুল’। আ কা রেজা গালিবের পরিচালনায় এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, বিথী রানী সরকার, শাহেদ আলী, আশীষ খন্দকার প্রমুখ। ঈদের পরদিন সকাল ১০-১৫ মিনিটে প্রচার হবে ‘দুলাভাই জিন্দাবাদ’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মমতাজুর রহমান আকবর। চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, বাপ্পি, মৌসুমী, অমিত হাসান, আহমেদ শরীফ, ডিপজল প্রমুখ। ঈদের তৃতীয় দিন সকাল ১০-১৫ মিনিটে দেখানো হবে ‘আলতাবানু’। ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বনে অরুণ চৌধুরী পরিচালনা করেছেন চলচ্চিত্র ‘আলতাবানু’। অরুণ চৌধুরী নির্মিত এটি প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান, সাবেরী আলম প্রমুখ। ঈদের চতুর্থদিন সকাল ১০-১৫ মিনিটে প্রচার হবে ‘ভালো থেকো’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। অভিনয়ে আরেফিন শুভ, তানহা, কাজী হায়াৎ প্রমুখ। ঈদের পঞ্চমদিন সকাল ১০-১৫ মিনিটে আকরাম খান নির্মিত ‘খাঁচা’ চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার হবে। অভিনয়ে জয়া আহসান, আজাদ আবুল কালাম, চাঁদনী, মামুনুর রশীদ, রানী সরকার প্রমুখ। ঈদের ষষ্ঠ দিন সকাল ১০-১৫ মিনিটে দেখানো হবে চলচ্চিত্র ‘ছিটকিনি’। সাজেদুল আউয়ালের পরিচালনায় এতে অভিনয় করেছেন রুনা খান, মানষ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
×