ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিতর্কিত নির্বাচনের প্রতিবাদে ভেনেজুয়েলা থেকে কূটনীতিক ফিরিয়ে নিচ্ছে ১৪ দেশ

প্রকাশিত: ১৯:০৭, ২২ মে ২০১৮

বিতর্কিত নির্বাচনের প্রতিবাদে ভেনেজুয়েলা থেকে কূটনীতিক ফিরিয়ে নিচ্ছে ১৪ দেশ

অনলাইন ডেস্ক ॥ ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিবাদ হিসেবে ১৪টি দেশ সেখান থেকে তাদের কূটনীতিকদের ফিরিয়ে নিয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, মেক্সিকো, কলম্বিয়া, চিলি, পানামা, পেরুর মতো দেশ রয়েছে বলে বিবিসির খবরে বলা হয়। গত রবিবার ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করা হয়েছে। সরকারি ফলাফলে মাদুরো ৬৭ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। ২১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ফ্যালকন। তবে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিরোধী প্রার্থীরা। তাঁরা চলতি বছরের আরও পরের দিকে নতুন নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ও স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হওয়ায় ভেনেজুয়েলার সরকারকে নিন্দাও জানিয়েছে। ভেনেজুয়েলার প্রয়াত বামপন্থী নেতা হুগো চাভেজের উত্তরসূরি মাদুরো ২০১৩ সাল থেকে একসময়কার তেলসমৃদ্ধ দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন। উচ্চমাত্রায় মুদ্রাস্ফীতি, খাদ্য ও ওষুধসংকট, অপরাধ বেড়ে যাওয়া, বিশুদ্ধ পানিসংকট, বিদ্যুতের ঘাটতি ও যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় দেশটিতে অস্থিরতা ছড়িয়ে পড়ে। এ কারণে মাদুরোর জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে ঠেকে। বিরোধী দলগুলোর মতো যুক্তরাষ্ট্রও এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তারা ভেনেজুয়েলার ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ নিষেধাজ্ঞার আওতায় মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলো ভেনেজুয়েলার সরকার ও রাষ্ট্রীয় তেল কোম্পানিতে নতুন করে কোনো অর্থ সরবরাহ করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ‘দমনপীড়ন শেষ’ করতে নতুন করে নির্বাচনের আহ্বান জানান। ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা গণতন্ত্রকে ফিরিয়ে দিতে, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে, বিনা শর্তে সব রাজনৈতিক বন্দীকে এখনই মুক্তি দিতে এবং ভেনেজুয়েলাবাসীকে দমনপীড়ন ও অর্থনৈতিক বঞ্চনা থেকে মুক্তি দিতে মাদুরোর প্রতি আহ্বান জানাচ্ছি।’ তবে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাদুরোকে অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি ‘দেশটির সামাজিক ও আর্থিক সংকট কাটিয়ে উঠতে দেশটির সফলতা’ কামনা করেন।
×