ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্ড সুবিধার অপব্যাবহার রোধ ॥ প্রায় তিন হাজার কোটি টাকার রাজস্ব আদায়

প্রকাশিত: ২৩:০৫, ২২ মে ২০১৮

বন্ড সুবিধার অপব্যাবহার রোধ ॥ প্রায় তিন হাজার কোটি টাকার রাজস্ব আদায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঘুরে দাঁড়িয়েছে কাস্টমস বন্ড কমিশনারেট। অডিটে স্বচ্ছতা এনে এবং প্রিভেনটিভ কার্যক্রম জোরদার করে রেকর্ড পরিমান রাজস্ব আহরণ করেছেন। যেখানে চলতি অর্থবছরে কাস্টমস বন্ড কমিশনারেট দু’হাজার আট শত তিরাশি কোটি টাকা’র ফাঁকি দেয়া রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে। জানা গেছে, নিয়ম নীতি’র যথাযথ প্রয়োগের মাধ্যমে দূর হয়েছে ইউপি শাখা’র বিশৃঙ্খলা। একই সাথে কমেছে অহেতুক বিড়ম্বনাও। আর অডিট শাখা’র নীবিড় নজরদারি’র কারনে কমেছে বন্ডারদের রাজস্ব ফাকি’র মহোৎসব। খোঁজ নিয়ে জানা গেছে, কাস্টমস বন্ড কমিশনারেটে লাইসেন্সধারী প্রতিষ্ঠানের সংখ্যা ৬হাজার ৬’শ ৯টি। এর মধ্যে ২হাজার ৭’শ ৫৩টি লাইসেন্সের কার্যক্রম বন্ধ রয়েছে। অবশিষ্ট ৩হাজার ৮’শ ৫৬টি লাইসেন্স সচল রয়েছে। কাস্টমস বন্ড কমিশনারেটের অনুমোদিত ২৮১টি জনবলে’র বিপরীতে মাত্র ১৮৬ জন কর্মকর্তা কর্মচারি নিয়ে প্রতিষ্ঠানটি’র ১২টি বিভাগের ৩২টি সার্কেল ২০টি বিভাগে কাজ করছে। যেখানে চলতি অর্থবছরে নিষ্পত্তি হয়েছে ৪ হাজার ৮৩৫টি অডিট আপত্তি। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারনত বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠান বিগত বছরের রফতানির উপর প্রবৃদ্ধি ধরে ২০ভাগ প্রাপ্যতা বৃদ্ধির অনুমোদন পান। আর কোন প্রতিষ্ঠান যদি আমদানিকৃত উপকরণ দিয়ে রফতানি পণ্য উৎপাদন করে রফতানি না করে কিংবা উপকরণ খোলা বাজারে বিক্রি করে দেয় তবে ঐ বন্ডার প্রতিষ্ঠান থেকে জরিমানাসহ রাজস্ব আদায় করা হয়। বন্ড প্রতিষ্ঠান আমদানিকৃত উপকরণ দিয়ে রফতানি পণ্য উৎপাদন করছে কিনা তা রফতানি দলিলাদী ও জ্বালানী খরচের প্রদেয় বিল পর্যালোচনা এবং বিচেনায় নিরুপন করা হয়। সূত্র আরো জানায়, রফতানি দলিলাদী ও জ্বালানী খরচ সামঞ্জস্য পূর্ন না হলে ধরে নেয়া হয় যে, বন্ডার কর্তৃক বন্ড সুবিধার অপব্যাবহার হয়েছে। অর্থাৎ বন্ড সুবিধায় আমদানিকৃত উপকরন খোলা বাজারে বিক্রি করা হয়েছে। এক্ষেত্রে জরিমানাসহ রাজস্ব আদায়ের ডিমান্ড জারি করা হয়। বর্তমান কমিশনার ড. আল আমীন প্রামানিক এই কমিশনারেটে যোগদানের পর দূর হয়েছে দীর্ঘ দিনের অনিয়ম দুর্নীতি। বর্তমান কমিশনার ড. আল আমীন প্রামানিক বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছি। এখানে কোনো অন্যায় দুর্নিতীকে পশ্রয় দেয়া হবে না বলেও জানান তিনি। জানা গেছে, বর্তমানে লাইসেন্স প্রাপ্তি’র বিড়ম্বনা নেই বললেই চলে। বন্ধ হয়েছে ইউপি গ্রহিতাদের হয়রানী। ফলে প্রতিদিন নির্বিঘেœ ৪০ থেকে ৫০টি রপ্তানি আদেশ (ইউপি) জারি হচ্ছে। বিজিএমইএ, বিকেএমইএ, বিজেএপিএমইএ, বিপিজেএমইএ, এলএফএমইএ এবং বিটিএ ইটিসি’র সেবা গ্রহণকারীদের সেবা প্রদান অন্যান্য সময়ের তুলনায় এখন অনেক উন্নত হয়েছে বলেও জানা গেছে।
×