ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একদিন পর ফের পুঁজিবাজারে দরপতন

প্রকাশিত: ২৩:০৫, ২২ মে ২০১৮

একদিন পর ফের পুঁজিবাজারে দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দীর্ঘ পতনের পর সোমবার সামান্য উত্থান দেখা দিয়েছিল পুঁজিবাজারে। একদিন পর মঙ্গলবার ফের পতন দিয়েই লেনদেন শেষ হলো পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৪৩৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১২৩ কোটি ৩৯ লাখ টাকা কম। সোমবার ডিএসইতে ৫৬১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৭৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে সূচকের ওঠানামা অব্যাহত থাকে। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য রসূচক ২১ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৬২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৯০ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬৫১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ার দর।
×